বাংলাদেশ দাবা ফেডারেশনের ব্যবস্থাপনায় এবং চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার সহযোগিতায় আয়োজিত অ্যাক্টিভ স্কুল দাবা প্রতিযোগিতার বিভাগীয় পর্যায়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে কক্সবাজার জেলার হুয়ানক আদর্শ বিদ্যাপীঠ। রানার্স আপ হওয়ার গৌরব অর্জন করে চট্টগ্রাম জেলার নাসিরাবাদ সরকারি উচ্চ বিদ্যালয়। প্রতিযোগিতায় তৃতীয় স্থান অর্জন করে লক্ষীপুর জেলার আদর্শ সামাদ সরকারি উচ্চ বিদ্যালয়। গতকাল সিজেকেএস মিলনায়তনে খেলা শেষে সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরস্কার বিতরণ করেন সিজেকেএস সাধারণ সম্পাদক আ.জ.ম. নাছির উদ্দীন। বাংলাদেশ দাবা ফেডারেশনের সাধারণ সম্পাদক ও ফিদে জোন ৩.২ এর সভাপতি সৈয়দ শাহাবুদ্দিন শামীম এর সভাপতিত্বে অনুষ্ঠিত পুরষ্কার বিতরনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ সাইক্লিং ফেডারেশনের সাধারণ সম্পাদক মোহাম্মদ তাহের-উল-আলম চৌধুরী স্বপন, চট্টগ্রাম জেলা ফুটবল এসোসিয়েশনের সভাপতি এস.এম. শহীদুল ইসলাম, ফিদে মাস্টার মো. আব্দুল মালেক, আরবিটর আরাফাত সুমন প্রমুখ। উক্ত প্রতিযোগিতায় চট্টগ্রাম বিভাগের ১০ জেলার ৬৬ জন দাবাড়ু অংশগ্রহণ করে।