ভিটেবাড়ির উচ্ছেদ ঠেকাতে কক্সবাজার শহরে প্রধান সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন শহরের ২ নং ওয়ার্ডের উত্তর নুনিয়াছড়ার হাজারো মানুষ। ভিটেবাড়ি রক্ষার দাবিতেই এই বিক্ষোভ। বিক্ষোভে অংশ নেওয়া লোকজন বিমানবন্দর মোড় এলাকায় সড়কে শুয়ে, বসে ও অবস্থান করে যান চলাচল বন্ধ করে দেন। এতে করে আড়াই ঘণ্টা অবরুদ্ধ ছিল সড়ক। গতকাল মঙ্গলবার দুপুর থেকে বিকাল সাড়ে ৪টা পর্যন্ত সড়ক অবরোধ করে রাখেন তারা। এতে যানবাহন আটকা পড়ে অচল হয়ে যায় পুরো শহর। ভোগান্তিতে পড়েন মানুষ। তবে সমাধানে প্রশাসনের আশ্বাসে আড়াই ঘণ্টা পর অবরোধ তুলে নেন আন্দোলনকারীরা। এতে সংহতি জানিয়ে বক্তব্য রাখেন কঙবাজার পৌর বিএনপির আহ্বায়ক রফিকুল হুদা চৌধুরী, কঙবাজার পৌরসভার সাবেক মেয়র সরওয়ার কামাল, সামাজিক সংগঠন আমরা কঙবাজারবাসীর সাধারণ সম্পাদক নাজিম উদ্দীন প্রমুখ।
উত্তর নুনিয়াছড়া সমাজ কমিটির ভারপ্রাপ্ত সভাপতি আবদুল খালেক ও সাধারণ সম্পাদক রেজাউল করিম বাদশাসহ এলাকার রাজনৈতিক ও সামাজিক নেতাগণ বিক্ষোভ সমাবেশে নেতৃত্ব দেন। তারা চারটি দাবি তুলে ধরেন। দাবিগুলোর মধ্যে আছে পূর্বপুরুষের বসতিতে থাকতে চান তারা। কোনো অবস্থাতেই স্থানান্তর নয়, কোস্ট গার্ডকে একই এলাকায় অন্যত্র জমি বরাদ্দ দিতে হবে, মিথ্যা ও বিভ্রান্তিকর তথ্য দিয়ে সৃজন করা কোর্ড গার্ডের খতিয়ান বাতিল করতে হবে। কোনো অবস্থাতেই জনবসতি উচ্ছেদ করা যাবে না এবং জেলা প্রশাসনসহ সংশ্লিষ্ট পক্ষগুলোকে এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে। বিক্ষোভের এক পর্যায়ে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ইয়াছমিন আকতারের নেতৃত্বে প্রশাসনের একটি প্রতিনিধিদল আন্দোলনকারীদের সাথে কথা বলেন। কিন্তু এরপর বিক্ষুব্ধ আন্দোলনকারীরা সড়ক থেকে গিয়ে জেলা প্রশাসক কার্যালয় চত্বরে অবস্থান করে বিক্ষোভ প্রদর্শন করেন। পরে জেলা প্রশাসক আন্দোলনকারীদের ১০ জন প্রতিনিধি ডেকে নিয়ে কথা বলেন। আজ বুধবার দুপুর ১২টায় কোস্ট গার্ড ও এলাকাবাসীর প্রতিনিধিদের নিয়ে জেলা প্রশাসক বৈঠক করবেন বলে সিদ্ধান্ত হয়। এই আশ্বাসের ভিত্তিতে আন্দোলন স্থগিত করেন আন্দোলনকারীরা।