কক্সবাজার পৌরসভার ১২নং ওয়ার্ডের কাউন্সিলর কাজী মোরশেদ আহমদ বাবু ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি… রাজেউন)। গতকাল শুক্রবার সন্ধ্যা ৬টা ৫০ মিনিটের দিকে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। কক্সবাজার পৌরসভার মেয়র ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুজিবুর রহমান সাংবাদিকদের এই তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, স্ট্রোক করে গত বুধবার বিকাল থেকে কক্সবাজার হাসপাতালে ভর্তি ছিলেন কাজী মোরশেদ আহমদ বাবু। ৪৮ ঘন্টা ধরে আইসিওতে সংজ্ঞাহীন অবস্থায় চিকিৎসাধীন ছিলেন।
শেষে তাকে ক্লিনিক্যালি মৃত ঘোষণা করা হয়। তার নামাজে জানাযা আজ শনিবার বাদ জোহর শহরের বাহারছড়াস্থ গোল চক্কর মাঠে অনুষ্ঠিত হবে। এর আগে তার মরদেহ কক্সবাজার পৌর ভবনে আনা হবে। সেখানে সহকর্মীসহ পৌর কর্তৃপক্ষ তাকে শেষ শ্রদ্ধা জ্ঞাপন করবেন।