কক্সবাজার থেকে সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার

কর্ণফুলী থানা পুলিশের অভিযান

পটিয়া প্রতিনিধি | মঙ্গলবার , ১৬ জুলাই, ২০২৪ at ৮:১৮ পূর্বাহ্ণ

কর্ণফুলী থানা পুলিশ অভিযান চালিয়ে দুইটি সিআর ও একটি সিআর চেক প্রতারণার মামলায় সাজাপ্রাপ্ত এক পলাতক আসামিকে গ্রেপ্তার করেছে। গতকাল সোমবার সকালে কক্সবাজার জেলার সমিতি পাড়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন কর্ণফুলী থানার ওসি মো. জহির হোসেন।

গ্রেপ্তার মোহাম্মদ আক্তার জামাল কঙবাজার জেলার কলাতলী এলাকার আক্কেইল্যা বাপের বাড়ির মৃত ইউসুফ আলীর ছেলে। বর্তমানে কর্ণফুলী উপজেলার চরপাথরঘাটা আজিমপাড়া এলাকায় বসবাস করেন তিনি।

পুলিশ জানায়, গতকাল সকালে কর্ণফুলী থানার পুলিশ কক্সবাজার জেলার সমিতি পাড়া এলাকায় অভিযান পরিচালনা করে জামালকে গ্রেপ্তার করে। কর্ণফুলী থানার ওসি মো. জহির হোসেন জানান, চেক প্রতারণার মামলায় সাজাপ্রাপ্ত এক আসামিকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধরাঙ্গুনিয়ায় মন্দিরে চুরির ঘটনায় গ্রেপ্তার ৬
পরবর্তী নিবন্ধরাউজানে চার দিনে ৯ গরু চুরি