কক্সবাজার–ঢাকা রুটে চালু হয়েছে বহুল প্রতীক্ষিত রাতের বিমান। এরফলে পর্যটকরা সকাল সাড়ে ৭টার ফ্লাইটে ঢাকা থেকে কক্সবাজারে এসে ১৩/১৪ ঘন্টা ঘোরাঘুরি করে রাত ১০টার ফ্লাইটে আবারও ফিরে যেতে পারবেন ঢাকায়। রোববার (২৭ অক্টোবর) থেকে প্রথমবারের মতো কক্সবাজার–ঢাকা রুটে এই বিমান চলাচল শুরু হয়। এখন থেকে কক্সবাজার বিমানবন্দরে রাত ১০টা পর্যন্ত ফ্লাইট উঠানামা করবে। এই সিদ্ধান্তের ফলে পর্যটক ও সাধারণ যাত্রীরা রাজধানী থেকে দিনে এসে দিনেই ফিরে যাওয়ার সুবিধা পাবেন বলে জানিয়েছেন কক্সবাজার বিমানবন্দরের ব্যবস্থাপক গোলাম মর্তূজা হোসেন। তিনি বলেন, রাতের ফ্লাইট চালুর মাধ্যমে পর্যটন খাতের প্রসার ঘটবে। কক্সবাজারে সকালে এসে ১৩/১৪ ঘন্টা ঘোরাঘুরি করে আবারও ঢাকায় ফিরে যেতে পারবেন। এমনকি বিমানযোগে কক্সবাজারে এসে দিনে দিনে সেন্টমার্টিনও ঘুরে আসতে পারবেন। তিনি জানিয়েছেন, ঢাকা থেকে কক্সবাজারের উদ্দেশ্যে প্রথম ফ্লাইটটি সকাল সাড়ে ৭টায় রওয়ানা দেয় এবং সকাল প্রায় সাড়ে ৮টায় পৌঁছে। আর শেষ ফ্লাইটটি এতোদিন সন্ধ্যা সাড়ে সাতটায় ছাড়তো। তবে এখন থেকে রাত ১০টা পর্যন্ত যাত্রীবাহী ফ্লাইট চালানোর সিদ্ধান্ত নিয়েছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ। বিমানবন্দর সূত্র জানায়, এতদিন ঢাকা থেকে কঙবাজারে দৈনিক ১৭টি ফ্লাইট নিয়মিত চলাচল করে আসছিল। তবে রোববার প্রথম দিনের বর্ধিত সময়ে আরও দুটি অতিরিক্ত ফ্লাইট আসা–যাওয়া করেছে। যাত্রী চাহিদা বাড়লে ফ্লাইট সংখ্যা আরো বাড়ানো হবে বলে জানান বিমানবন্দরের ব্যবস্থাপক গোলাম মর্তূজা হোসেন।