কক্সবাজার জেলা জজ আদালতে ভার্চুয়ালি প্রথম সাক্ষ্য গ্রহণ

কক্সবাজার প্রতিনিধি | মঙ্গলবার , ১৪ নভেম্বর, ২০২৩ at ৬:০০ পূর্বাহ্ণ

কক্সবাজারে একটি হত্যা মামলায় অনলাইনে ভার্চুয়ালি প্রথম সাক্ষ্য গ্রহণ করা হয়েছে। গত রোববার কক্সবাজারের সিনিয়র জেলা ও দায়রা জজ মোহাম্মদ শাহীন উদ্দিনের আদালতে ভার্চুয়ালি এ সাক্ষ্য গ্রহণ করা হয়। একই আদালতের প্রশাসনিক কর্মকর্তা এস এম আববাস উদ্দিন এ তথ্য জানিয়েছেন। তিনি জানান, ২০১৬ সালের ২৯ অক্টোবর টেকনাফ সদর ইউনিয়নের মধ্যম রাজারছড়ার আবদুল গফুরের ছেলে মো. রুবলে (২৪) তার স্ত্রী রোকেয়া আক্তার (২২) কে হত্যা করে। এ ঘটনায় নিহত রোকেয়া আক্তারের বড় ভাই মো. আয়াছ বাদী হয়ে মো. রুবেলকে আসামি করে টেকনাফ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। এ মামলার একমাত্র আসামি মো. রুবেল ঘটনার পরদিন দোষ স্বীকার করে কঙবাজারের তৎকালীন সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট নিশাদুজ্জামানের কাছে ফৌজদারী কার্যবিধির ১৬৪ ধারায় জবানবন্দি দেন। কক্সবাজার জেলা ও দায়রা জজ আদালতে গত রোববার মামলাটির সাক্ষ্য গ্রহণের দিন ধার্য ছিল। মামলার আসামি মো. রুবেল এর ২০১৬ সালে জবানবন্দি গ্রহণ করা বিচারক নিশাদুজ্জামান বর্তমানে সুনামগঞ্জ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেসির অতিরিক্ত চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট (এসিজেএম) পদে কর্মরত আছেন। বিচারক নিশাদুজ্জামান সুনামগঞ্জে তার খাস কামরা থেকে রোববার সকালে কঙবাজার জেলা ও দায়রা জজ আদালতের কার্যক্রম চলাকালে অনলাইনে সংযুক্ত হয়ে বর্ণিত মামলায় ভার্চুয়ালি সাক্ষ্য প্রদান করেন। রাষ্ট্রপক্ষে একই আদালতের এপিপি দীলিপ কুমার ধর অনলাইনে সুনামগঞ্জের এসিজেএম নিশাদুজ্জামানের জবানবন্দি নেন এবং সিনিয়র জেলা ও দায়রা জজ মোহাম্মদ শাহীন উদ্দিন আইনানুযায়ী তার সাক্ষ্য রেকর্ড করেন। এসময় আসামি পক্ষের আইনজীবী অ্যাডভোকেট শামীম আরা স্বপ্না ও অ্যাডভোকেট নুরুস সোলতান ভার্চুয়ালি কক্সবাজার থেকে যুক্ত হয়ে সাক্ষ্য প্রদানকারী সুনামগঞ্জের এসিজেএম নিশাদুজ্জামানকে জেরা করেন। প্রশাসনিক কর্মকর্তা এস এম আব্বাস উদ্দিন আরো জানান, সুনামগঞ্জ থেকে এসিজেএম নিশাদুজ্জামান ভার্চুয়ালি সাক্ষ্য প্রদান ছিলকক্সবাজার জেলা জজশীপে সর্বপ্রথম ভার্চুয়ালি সাক্ষ্য গ্রহণ। এ সাক্ষ্য গ্রহণের মাধ্যমে কক্সবাজার জেলা জজশীপ সাক্ষ্য গ্রহণে ভার্চুয়াল জগতে প্রবেশ করলো। এ বিষয়ে কক্সবাজার জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোহাম্মদ তারেক বলেন, অনলাইনে সর্বপ্রথম সাক্ষ্য গ্রহণ কক্সবাজার জেলা জজশীপের জন্য একটা রেকর্ড। এর মাধ্যমে জেলা জজ ও দায়রা জজ আদালতের বিচার প্রক্রিয়া আরো গতিশীল হবে।

পূর্ববর্তী নিবন্ধসেমিফাইনাল চলছে, জানুয়ারিতে ফাইনাল : কাদের
পরবর্তী নিবন্ধরোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে ইইউ ও অস্ট্রেলিয়ান দূতাবাসের প্রতিনিধি দল