কক্সবাজার জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক গ্রেপ্তার

কক্সবাজার প্রতিনিধি | সোমবার , ২৬ মে, ২০২৫ at ৮:০৪ পূর্বাহ্ণ

ছাত্রলীগের কক্সবাজার জেলা শাখার সাংগঠনিক সম্পাদক গাজী নাজমুল হককে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল রোববার দুপুরে তাকে সদর মডেল থানার সামনে থেকে আটকের পর বৈষম্যবিরোধী আন্দোলনের শিক্ষার্থীরা পুলিশের কাছে সোপর্দ করেন। কক্সবাজার সদর থানার ওসি ইলিয়াস খান এ তথ্য নিশ্চিত করেছেন।

ওসি বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শিক্ষার্থীদের উপর হামলা ও ছাত্র হত্যা মামলায় দায়ের করা একাধিক মামলার এজাহারভুক্ত আসামি ছাত্রলীগ নেতা নাজমুল হক। গ্রেপ্তারের পর তাকে থানায় রাখা হয়েছে। জিজ্ঞাসাবাদ শেষে আদালতে পাঠানো হবে।

পূর্ববর্তী নিবন্ধহাসিনাকে হাজির হতে পত্রিকায় বিজ্ঞপ্তি দেওয়ার নির্দেশ
পরবর্তী নিবন্ধহাটহাজারীতে গৃহবধূর লাশ উদ্ধার, স্বামী আটক