কক্সবাজার কৃষকলীগের সাধারণ সম্পাদক ঢাকা বিমানবন্দরে গ্রেপ্তার

বিদেশে পালানোর চেষ্টা

কক্সবাজার প্রতিনিধি | বৃহস্পতিবার , ১৩ নভেম্বর, ২০২৫ at ৪:০৯ পূর্বাহ্ণ

কৃষকলীগের কক্সবাজার জেলা শাখার সাধারণ সম্পাদক আতিক উদ্দিন চৌধুরীকে গ্রেফতার করেছে পুলিশ। গত মঙ্গলবার সন্ধ্যা ৬টার দিকে বিদেশ গমণকালে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ইমিগ্রেশন থেকে ইমিগ্রেশন পুলিশ তাকে গ্রেপ্তার করে। কক্সবাজার জেলা পুলিশের মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) অলক বিশ্বাস এই তথ্য জানিয়েছেন।

তিনি জানান, গ্রেপ্তার আতিক উদ্দীন চৌধুরী ২৪এর গণআন্দোলনে কক্সবাজারে সংঘটিত একটি হত্যাসহ একাধিক মামলার আসামি। তিনি দীর্ঘদিন পলাতক রয়েছেন। এরমধ্যে আইনশৃক্সখলাবাহিনীর চোখ ফাঁকি দিয়ে বিদেশ পালাতে চেষ্টা করেন তিনি। কিন্তু ইমিগ্রেশনে তল্লাশিকালে তাকে আসামি হিসেবে শনাক্ত করেন ইমিগ্রেশন পুলিশের সদস্যরা। এরপর তাকে আটক করেন। আটকের পর কক্সবাজার জেলা পুলিশকে খবর দেয়া হয়।

কক্সবাজার সদর মডেল থানার ওসি মোহাম্মদ ইলিয়াস খান বলেন, পরোয়ানাভুক্ত আসামি হওয়ায় আতিক উদ্দিন চৌধুরীকে আনতে কক্সবাজার সদর মডেল থানা পুলিশের একটি দল ঢাকা গেছে। তাকে নিয়ে কক্সবাজার রওয়ানা হয়েছে পুলিশের দলটি। আনার পর বৃহস্পতিবার (আজ) তাকে আদালতে প্রেরণ করা হবে।

পূর্ববর্তী নিবন্ধপ্রধান শিক্ষকের বিরুদ্ধে সাড়ে ৩৬ লাখ টাকা আত্মসাতের অভিযোগ
পরবর্তী নিবন্ধআজ সারা দেশে বিপণিবিতান খোলা থাকবে