কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের দুই কর্মকর্তাসহ ৪ জনের বিরুদ্ধে মামলা

পাহাড় কাটা

কক্সবাজার প্রতিনিধি | শুক্রবার , ২৩ ফেব্রুয়ারি, ২০২৪ at ৮:০৮ পূর্বাহ্ণ

পাহাড় কাটার ঘটনায় কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের দুই কর্মকর্তাসহ ৪ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেছে পরিবেশ অধিদপ্তর। গত বুধবার পরিবেশ অধিদপ্তর কক্সবাজারের সিনিয়র কেমিস্ট আবদুস সালাম বাদি হয়ে কক্সবাজার সদর থানায় মামলাটি করেন। মামলায় ৪ জনকে আসামি করা হয়। তারা হলেন ঠিকাদারি প্রতিষ্ঠান দি ইঞ্জিনিয়ার্স এন্ড আর্কিটেকচার লিমিটেডের প্রকৌশলী শেখ মোস্তাহিদুর রহমান, কক্সবাজারের ইনচার্জ ইমরান পাঠান, কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের আবাসিক ফ্ল্যাট উন্নয়ন প্রকল্পের পরিচালক ও কউক’র প্রধান নির্বাহী কর্মকর্তা। মামলার এজাহারে বলা হয়, কক্সবাজারের কলাতলী বাইপাস রোডের পশ্চিমে কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের আবাসিক ফ্ল্যাট উন্নয়ন প্রকল্প১ এর এলাকার অভ্যন্তরে পাহাড় কর্তনের অভিযোগের স্থান সরেজমিন পরিদর্শন করা হয়। পরিদর্শনকালে কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের (কউক) স্কেভেটর ড্রাইভার মোতাহার হোসেন থেকে জানা যায়বিগত এক সপ্তাহ যাবৎ প্রকল্পের ঠিকাদার প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী শেখ মোস্তাহিদুর রহমানের নির্দেশে পাহাড় কর্তন করে মাটি দিয়ে নিচু জমি উচু করার কাজ চলছে। পরিদর্শনকালে কর্তন করা পাহাড়ের ছবি তোলা হয় এবং কর্তন করা পাহাড়ের আনুমানিক পরিমাপ করা হয়। পরিদর্শনকালে পাহাড় কর্তনের সুস্পষ্ট চিহ্ন দেখা যায়। পরিদর্শনকালে দেখা যায়, অভিযুক্ত ব্যক্তিরা শ্রমিক দিয়ে অবৈধভাবে গত সাতদিন যাবৎ স্কেভেটর ব্যবহার করে পাহাড় কেটে পাহাড়ি মাটি দিয়ে নিচু জমি ভরাট করা হয়। পাহাড় কর্তনের ফলে পরিবেশ ও প্রতিবেশের মারাত্মক ক্ষতিসাধিত হয়েছে। তাই অভিযুক্তের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য পরিচালক, পরিবেশ অধিদপ্তর চট্টগ্রাম অঞ্চল কার্যালয়ে প্রতিবেদন প্রেরণ করা হয়। পরিচালক, পরিবেশ অধিদপ্তর, চট্টগ্রাম অঞ্চল কার্যালয় এ বিষয়ে নিয়মিত মামলা রুজু করার নির্দেশ প্রদান করেন। তাই পাহাড় কর্তনকারীদের বিরুদ্ধে বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ (সংশোধিত২০১০) এর ৪(), () ও ১২ ধারা লংঘনের দায়ে একই আইনের ১৫() টেবিলের ১, ৫ ও ১২ ক্রমিকে বর্ণিত দণ্ড অনুযায়ী শান্তি প্রদানের জন্য মামলা রুজু করা হয়। মামলাটি পরিবেশ অধিদপ্তরের একজন কর্মকর্তা তদন্ত করবেন।

পূর্ববর্তী নিবন্ধচেম্বার-ডায়াগনস্টিক সেন্টারে অ্যানেসথেসিয়া নয়
পরবর্তী নিবন্ধচবি শিক্ষক সমিতির সাধারণ সভা বয়কট প্রশাসনপন্থীদের