প্রাণীকূলের প্রাকৃতিক প্রয়োজন পূরণ একটি স্বাভাবিক প্রক্রিয়া। বিশেষ করে সৃষ্টির সেরা জীব মানুষের জন্য এটা বিশেষ বিবেচ্য বিষয়। এসব প্রাকৃতিক বিষয় আটকে রাখা সম্ভবও না, দীর্ঘ সময় ধরে আটকে রাখলে থাকে স্বাস্থ্য ঝুঁকিও। তাই একটি পরিষ্কার পরিচ্ছন্ন শৌচাগার মানুষের জন্য অত্যন্ত দরকারি। সম্প্রতি কক্সবাজার আইকনিক রেলওয়ে স্টেশনের শৌচাগারের অবস্থা বছর না পেরোতেই অত্যন্ত বেহাল হয়ে পড়েছে। শুরুতে দৃষ্টিনন্দন স্থাপনা চোখে পড়লেও প্রকৃিতর ডাকে ভিতরে গেলেই দেখবেন শৌচাগারের নাজেহাল অবস্থা। ইংলিশ কমোডের ফ্লাশিং সিস্টেম অকেজো, নোংরা, দুর্গন্ধ ও অপরিচ্ছন্ন পরিবেশ। নেই কোনো সাবান ও টিস্যুর ব্যবস্থা। এমনকি টিস্যু ফেলার ঝুড়িও রাখা নেই। কক্সবাজার পর্যটন নগরী হওয়াতে প্রতিদিন শত শত যাত্রী যাওয়া–আসা করে। স্টেশনের দূরত্ব শহর থেকে অনেক বেশি হওয়ায় ট্রেন ছাড়ার নির্দিষ্ট সময় আগেই যাত্রীদের স্টেশন ধরতে হয়। মাঝখানে প্রয়োজনীয় কাজ সারতে গিয়ে পড়েন ভোগান্তিতে। এ ক্ষেত্রে সবচেয়ে বেশি বিব্রতকর পরিস্থিতিতে দেখা গেছে নারীযাত্রীদের। অনেকেই অনেকক্ষণ লাইনে দাঁড়িয়ে বিরক্তি প্রকাশ করে চলে যেতেও দেখা গেছে। শৌচাগারের নিয়মিত পরিষ্কার–পরিচ্ছন্নতার অভাবে সেখানে প্রবেশ করাও অসম্ভব হয়ে দাঁড়িয়েছে। অকেজো শৌচাগারের দ্রুত সংস্কারের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে অনুরোধ জানাচ্ছি।
ছাদেক হোছাইন
শিক্ষার্থী,
শিক্ষা ও গবেষণা ইনিস্টিটিউট,
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়।