কক্সবাজার শহরের উত্তর নুনিয়ারছড়া এলাকা হতে ৬০ হাজার পিস ইয়াবাসহ দুই পাচারকারীকে আটক করেছে পুলিশ। বুধবার রাতে কক্সবাজার সদর থানা পুলিশের একটি দল ওই এলাকার মমতাজ মিয়ার ভাড়া বাসার একটি কক্ষে অভিযান চালিয়ে এসব ইয়াবা উদ্ধার করে। আটক ইয়াবাগুলো সাগরপথে মিয়ানমার থেকে মাছধরা ট্রলারে করে এনে পাচারের জন্য ওই স্থানে মজুদ করেছিল বলে জানিয়েছে পুলিশ। আটক পাচারকারীদ্বয় হল- কক্সবাজার শহরের নতুন বাহারছড়া এলাকার মৃত আহমদ ছফার ছেলে ফিরোজ খান (২৬) ও ফিশারি ঘাট এলাকার মোহাম্মদ মাকছুদের ছেলে মোহাম্মদ সুমন (২৫)।
কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুনীর-উল-গীয়াস জানিয়েছেন, কক্সবাজার শহরের সমুদ্র তীরবর্তী উত্তর নুনিয়ারছড়া এলাকায় সাগরপথে পাচার হয়ে আসা ইয়াবার বড় একটি চালান মজুদের খবরে পুলিশের একটি দল অভিযান চালায়।