কক্সবাজারে ৫০কি.মি. সম্প্রসারিত সড়ক উদ্বোধন করলেন সেতুমন্ত্রী

কক্সবাজার প্রতিনিধি | বুধবার , ৭ এপ্রিল, ২০২১ at ১০:৪৪ পূর্বাহ্ণ

কক্সবাজার শহরের প্রবেশদ্বার লিংকরোড থেকে টেকনাফের উনচিপ্রাং পর্যন্ত ৫০ কিলোমিটার সম্প্রসারিত সড়কের উদ্বোধন করেছেন সেতুমন্ত্রী। গতকাল মঙ্গলবার নিজ বাসভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে সম্প্রসারিত এ সড়ক উদ্বোধন করেন তিনি। সড়কটি সম্প্রসারণ কাজে সময় লেগেছে প্রায় ৩ বছর। এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক-এডিবি’র অর্থায়নে প্রায় ৩০৫ কোটি টাকা ব্যয়ে ‘কক্সবাজার-টেকনাফ সড়ক উন্নয়ন প্রকল্পের আওতায় ৮০.৭৬ কিলোমিটার দীর্ঘ এ সড়কটি নির্মিত হচ্ছে বলে জানায় সড়ক বিভাগ। ইতোমধ্যে দুই ধাপে এ প্রকল্পের ৫০ কি.মি. সড়কের প্রশস্তকরণ কাজ শেষ হওয়ার পর গতকাল আনুষ্ঠানিকভাবে এটি উদ্বোধন করেন সেতু ও সড়ক মন্ত্রী ওবায়দুল কাদের।
তিনি জানান, ‘কক্সবাজার-টেকনাফ মহাসড়ক উন্নয়ন’ শীর্ষক প্রকল্পের আওতায় প্রথম ফেজের প্রথম প্যাকেজে কক্সবাজারের লিংক রোড হতে উখিয়া পর্যন্ত ২৫ কিলোমিটার এবং দ্বিতীয় প্যাকেজে উখিয়া হতে উনচিপ্রাং পর্যন্ত ২৫ কিলোমিটারসহ মোট ৫০ কিলোমিটার সড়ক মজবুতকরণসহ প্রশস্ত করা হয়েছে।
তিনি জানান, রোহিঙ্গা সম্প্রদায়ের জন্য অসংখ্য আশ্রয়ণ ক্যাম্প এ মহাসড়কের পাশেই গড়ে উঠেছে। রোহিঙ্গাদের জন্য গৃহীত বিভিন্ন প্রকল্পের কার্যক্রম ঘিরে দেশ-বিদেশের কূটনৈতিক ব্যক্তিবর্গ, বিভিন্ন এনজিও সংস্থার প্রতিনিধি, দেশ-বিদেশের অতিথি যাতায়াতে বিশেষ ভূমিকা পালন করছে এ মহাসড়ক। বাংলাদেশ সরকারের বু্ল-ইকোনমির একটি অংশ হিসেবে টেকনাফের ‘সাবরাং অর্থনৈতিক অঞ্চলকে’ যোগাযোগ নেটওয়ার্কের আওতায় এনে দেশের সার্বিক অর্থনীতিতে মহাসড়কটি উল্লেখযোগ্য ভূমিকা রাখছে।
মন্ত্রী চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ককে চার লেনে উন্নীত করার পরিকল্পনা সরকারের কাছে অগ্রাধিকার পাচ্ছে উল্লেখ করে বলেন, কক্সবাজার ও পার্বত্য চট্টগ্রামকে ঘিরে সরকার যে উন্নয়ন পরিকল্পনা গ্রহণ করেছে তা দ্রুত বাস্তবায়ন হতে যাচ্ছে।
সড়ক উদ্ব্বোধনকালে ভিডিও কনফারেন্সে সংসদ সদস্য সাইমুম সরওয়ার কমল, সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব নজরুল ইসলাম, এডিবি’র কান্ট্রি ডিরেক্টর মনমোহন প্রকাশ, সড়ক ও জনপথ অধিদপ্তরের প্রধান প্রকৌশলী আবদুস সবুর, কক্সবাজার জেলা প্রশাসক মামুনুর রশীদ, সড়ক ও জনপথ চট্টগ্রাম জোনের অতিরিক্ত প্রধান প্রকৌশলী আব্দুল ওয়াহিদসহ মন্ত্রণালয়, সওজ ও প্রকল্প সংশ্লিষ্ট কর্মকর্তাগণ সংযুক্ত ছিলেন।

পূর্ববর্তী নিবন্ধএক প্রকল্পে সম্মানি ভাতা আড়াই কোটি টাকা
পরবর্তী নিবন্ধমার্চে পণ্য রপ্তানিতে আয় বেড়েছে সাড়ে ১২%