কক্সবাজারে ১১ বিদ্রোহী প্রার্থীকে বহিস্কার আওয়ামী লীগের

টেকনাফ প্রতিনিধি | বুধবার , ১৫ সেপ্টেম্বর, ২০২১ at ৪:২৬ অপরাহ্ণ

২০ সেপ্টেম্বর অনুষ্ঠিতব্য কক্সবাজার জেলার ১৪টি ইউনিয়ন ও ২টি পৌরসভার নির্বাচনে দলীয় সিদ্ধান্তের বাইরে গিয়ে বিদ্রোহী প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নেয়া ১১ বিদ্রোহী প্রার্থীকে আওয়ামী লীগের কেন্দ্রিয় নির্দেশনা মোতাবেক সাময়িকভাবে বহিস্কার করেছে কক্সবাজার জেলা আওয়ামী লীগ। দলের ভারপ্রাপ্ত সভাপতি এড. ফরিদুল ইসলাম চৌধুরী ও সাধারণ সম্পাদক মেয়র মুজিবুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

বহিস্কৃত বিদ্রোহী প্রার্থীরা হলেন-টেকনাফ উপজেলার সাবরাং ইউনিয়নের বিদ্রোহী প্রার্থী নুর হোসেন, হ্নীলা ইউনিয়নের কামাল উদ্দিন আহমদ, পেকুয়া উপজেলার টইটং ইউনিয়নের মোহাম্মদ শহিদুল্লাহ বিএ. মহেশখালী উপজেলার কুতুবজোম ইউনিয়নের মোশারফ হোসেন খোকন, মাতারবাড়ী ইউনিয়নের এনামুল হক রুহুল, মাস্টার মোহাম্মদ উল্লাহ, মাস্টার রুহুল আমিন, আবদুস সাত্তার, হোয়ানক ইউনিয়নের মীর কাসেম চৌধুরী, ওয়াজেদ আলী মুরাদ, কুতুবদিয়া উপজেলার উত্তর ধুরুং ইউনিয়নের সিরাজদৌল্লাহ।

এছাড়া দলীয় প্রার্থীদের বিপক্ষে অবস্থান নেয়ায় টেকনাফ উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি জাফর আলম (সাবেক উপজেলা চেয়ারম্যান), মহেশখালীর হোয়ানক ইউনিয়নের সাধারণ সম্পাদক জাফর আলম জহুরকেও সাময়িকভাবে বহিস্কার করা হয়।

জেলা আওয়ামী লীগের উপ-প্রচার সম্পাদক এমএ মনজুর জানিয়েছেন, তাদেরকে চূড়ান্তভাবে কেন বহিস্কার করা হবে না তা জানতে চেয়ে আগামী ১৭ সেপ্টেম্বরের মধ্যে কারণ দর্শানোর নির্দেশ দেয়া হয়েছে। অন্যথায় তাদেরকে চূড়ান্তভাবে বহিস্কারের জন্য বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় নির্বাহী সংসদ বরাবরে সুপারিশ পাঠাবে জেলা আওয়ামী লীগ।

উল্লেখ্য, সাবরাং ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান নুর হোসেন সাবরাং ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও টেকনাফ উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক এবং কামাল উদ্দিন প্রকাশ আমেরিকা কামাল টেকনাফ উপজেলা আওয়ামী লীগের অর্থ বিষয়ক সম্পাদক ছিলেন।

পূর্ববর্তী নিবন্ধপায়ের নিচে অজগর দিয়ে বিড়ি ফুঁকছেন সাপুড়ে
পরবর্তী নিবন্ধপরীমনির বিরুদ্ধে মামলার প্রতিবেদন ১০ অক্টোবরের মধ্যে দেওয়ার নির্দেশ