কক্সবাজারে ১০৫ ইটভাটার ৬২টিই অবৈধ

পরিবেশ অধিদপ্তরের উচ্ছেদ অভিযান শুরু

কক্সবাজার প্রতিনিধি | মঙ্গলবার , ১২ জানুয়ারি, ২০২১ at ৬:৩১ পূর্বাহ্ণ

কক্সবাজার জেলায় ১০৫টি ইটভাটার মধ্যে ৬২টিই অবৈধ। আর এসব অবৈধ ইটভাটা বন্ধে অভিযান শুরু করেছে পরিবেশ অধিদপ্তর। গতকাল সোমবার সকালে কক্সবাজারের রামু থেকে এ অভিযান শুরু হয়। অভিযানে নেতৃত্ব দিচ্ছেন পরিবেশ অধিদপ্তরের সিনিয়র সহকারী পরিচালক ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাদিকুর রহমান সবুজ। অভিযানে স্থানীয় পরিবেশ অধিদপ্তর, র‌্যাব, পুলিশ ও ফায়ার ব্রিগেড এর সদস্যরা উপস্থিত ছিলেন।
পরিবেশ অধিদপ্তরের সিনিয়র সহকারী পরিচালক ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাদিকুর রহমান সবুজ জানান, পরিবেশ ছাড়পত্র ও ইট পুড়ানোর ছাড়পত্র না থাকায় অবৈধ ইটভাটা ধ্বংসে দেশব্যাপী অভিযান চলছে। এর অংশ হিসেবে কক্সবাজারেও অভিযান শুরু হয়েছে। পর্যায়ক্রমে সকল অবৈধ ইটভাটার বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।
কক্সবাজারের পরিবেশ বিষয়ক স্বেচ্ছাসেবী সংগঠন ইয়েস কক্সবাজারের প্রধান নির্বাহী ইব্রাহিম খলিল মামুন বলেন, কক্সবাজারে দুই তৃতীয়াংশ ইটভাটাই অবৈধ। পরিবেশ ছাড়পত্র ছাড়াই স্থানীয় প্রশাসনের অসাধু কর্মকর্তাদের সাথে চুক্তি করে দীর্ঘদিন ধরে এসব ইটভাটা চালানো হচ্ছিল। যার কারণে এসব ইটভাটা থেকে মারাত্মকভাবে পরিবেশ দূষণ ঘটছিল।

পূর্ববর্তী নিবন্ধরোহিঙ্গাদের বাড়ি ভাড়া না দিতে প্রচারণা সিএমপির
পরবর্তী নিবন্ধমাতৃসদন ও কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্র করতে চান জাবেদ