কক্সবাজার জেলার একতাবাজার থেকে বানৌজা শেখ হাসিনা ঘাঁটি পর্যন্ত সড়ক উন্নয়নে প্রায় ২৭৪ কোটি টাকার কাজ চার ঠিকাদার প্রতিষ্ঠানকে দিয়েছে সরকার। গতকাল বুধবার অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের সভাপতিত্বে সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সভায় মোট সাতটি উন্নয়নকাজের প্রস্তাব অনুমোদন পায়। বৈঠক শেষে এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব ড. আবু সালেহ্ মোস্তফা কামাল এ তথ্য জানান। এর মধ্যে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের ২টি সরকারি, শিল্প মন্ত্রণালয়ের ৩টি; জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের একটি করে প্রস্তাবনা ছিল। খবর বিডিনিউজের।
অতিরিক্ত সচিব বলেন, এসব উন্নয়নকাজে মোট ৪৭৪ কোটি ১২ লাখ ৮১ হাজার ৪০৬ টাকা ব্যয় হবে। এর মধ্যে সরকারের তহবিল থেকে ২৮৭ কোটি ৫৯ লাখ ৮৯ হাজার ৭৫২ টাকা এবং জাইকা ও দেশীয় ব্যাংক থেকে ঋণ নিয়ে ১৮৬ কোটি ৫২ লাখ ৯১ হাজার ৬৫৪ টাকার যোগান দেওয়া হবে। তিনি বলেন, সড়ক ও জনপথ অধিদপ্তরের ‘কক্সবাজার জেলার একতাবাজার হতে বানৌজা শেখ হাসিনা ঘাঁটি পর্যন্ত সড়ক উন্নয়ন’ প্রকল্পে দুটি প্যাকেজের আওতায় ২৭৩ কোটি ৮৪ লাখ ৮৩ হাজার টাকা ব্যয় হবে।