কক্সবাজারে সেনা কর্মকর্তা পরিচয়ে প্রতারণা, যুবক আটক

কক্সবাজার প্রতিনিধি | বৃহস্পতিবার , ২৫ সেপ্টেম্বর, ২০২৫ at ১১:৩৭ পূর্বাহ্ণ

কক্সবাজারে সেনাবাহিনীর ভুয়া মেজর পরিচয়দারকারী আসিফির রহমান নামের এক যুবককে আটক করেছে সেনাবাহিনী।

বুধবার (২৪ সেপ্টেম্বর) বিকেলে একটি টহল সেনাদল শহরের সাগর নিবাস রিসোর্টের রেস্টুরেন্ট থেকে তাকে আটক করে।

আটককৃত ব্যক্তির নাম মোঃ আসিফুর রহমান। সে ব্রাহ্মণবাড়িয়া সদরের পশ্চিম পাইকপাড়ার মোখলেসুর রহমানের পুত্র।

আজ বৃহস্পতিবার এক প্রেস বিজ্ঞপ্তিতে সেনাবাহিনী থেকে জানানো হয়েছে, আসিফ নিজেকে বাংলাদেশ সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর পরিচয় দিয়ে দীর্ঘদিন ধরে প্রতারণা চালিয়ে আসছিল। আটক হওয়ার সময় তিনি সেনাবাহিনী পরিচালিত সাগর নিবাস রেস্টুরেন্টে মধ্যাহ্নভোজ করছিলেন এবং মেজর পরিচয়ে ২০% ডিসকাউন্ট দাবি করেন।

তদন্তে জানা গেছে, তিনি এর আগেও গত এপ্রিল মাসে মেজর পরিচয়ে সাগর নিবাস রিসোর্টে ৩ দিন অবস্থান করেছিলেন এবং একজন এফএস কোর্ট পরিহিত ড্রাইভারকে বডিগার্ড হিসেবে ব্যবহার করেছিলেন।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসিফ জানান, তিনি জাতীয় দৈনিক সরেজমিন পত্রিকার কো-ইডিটর হিসেবে কর্মরত আছেন। এছাড়া তিনি ২০১৪ সালে ময়নামতি রেজিমেন্টে বিএনসিসিতে নিয়োজিত ছিলেন বলেও জানা যায়।

ব্যক্তিগত জীবনে তিনি দুইবার বিবাহিত এবং দ্বিতীয় স্ত্রীকে হুমকি ও মামলার মাধ্যমে জোরপূর্বক কক্সবাজারে ভ্রমণে নিয়ে আসেন।
আসিফ ভুয়া সেনা কর্মকর্তা পরিচয় ব্যবহার করে নিজ এলাকায় ও বিভিন্ন স্থানে ব্যক্তিস্বার্থ হাসিল করেছেন। পূর্ববর্তী ভ্রমণকালেও তিনি সেনাবাহিনী পরিচালিত “বে ওয়াচ” হোটেলসহ বিভিন্ন স্থানে বিশেষ সুবিধা গ্রহণ করেছেন বলে প্রমাণ পাওয়া গেছে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে তাকে কক্সবাজার সদর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধকর্ণফুলীতে পুকুরে ভাসছিল কিশোরের লাশ
পরবর্তী নিবন্ধচান্দগাঁওয়ে হিযবুত তাহরীর সদস্য গ্রেপ্তার