কক্সবাজারে সংক্রমণের মাত্রা দেখে আইসোলেশন সেন্টার চালুর সিদ্ধান্ত

কক্সবাজার প্রতিনিধি | শুক্রবার , ৯ এপ্রিল, ২০২১ at ৬:৪৪ পূর্বাহ্ণ

কক্সবাজারে করোনা সংক্রমণ বাড়লে আগের বিশেষ আইসোলেশন ও হাসপাতালগুলো পুনরায় চালু করা হবে। ইতোমধ্যে কয়েকটি পুরনো হাসপাতাল ও আইসোলেশনকে প্রয়োজনীয় সময়ে কাজে লাগানোর জন্য প্রস্তুত রাখা হয়েছে। বর্তমানে জেলা সদর হাসপাতাল, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও রোহিঙ্গা ক্যাম্পে করোনারোগীদের জন্য যে শয্যা বরাদ্দ রয়েছে তাতে এখনও পর্যন্ত সমস্যা হয়নি বলে জানান কঙবাজারের জেলা প্রশাসক মামুনুর রশীদ।
গতরাতে জেলা প্রশাসক মামুনুর রশীদ দৈনিক আজাদীকে জানান, গত কয়েকদিনে লকডাউনের কারণে করোনা সংক্রমণ কিছুটা কমেছে। ফলে লকডাউনের চতুর্থ দিন বৃহস্পতিবার বিকাল থেকে যানবাহন চলাচল কিছুটা শিথিল করা হয়েছে। তবে স্বাস্থ্যবিধি বাস্তবায়নে যথারীতি মাঠে রয়েছে ৫টি ভ্রাম্যমাণ আদালত। তারা জনগণকে স্বাস্থ্যবিধি পালনে উদ্বুদ্ধ করার পাশাপাশি কঠোরভাবে আইন প্রয়োগ করে যাচ্ছে। এতে করোনা সংক্রমণ রোধে সুফলও পাওয়া যাচ্ছে।
কক্সবাজারের সিভিল সার্জন ডা. মাহবুবুর রহমান বলেন, গত তিন-চারদিন ধরে করোনা সংক্রমণ কিছৃটা কমে আসছে। চারদিন আগের তুলনায় এ হার প্রায় ২৫ শতাংশ কমেছে। তিনি জানান, বুধবার কক্সবাজারে করোনা ধরা পড়েছে ৫৮ জনের। আগেরদিন এ সংখ্যা ছিল ৮১ জন এবং তার আগেরদিন ৮৩ জন। নতুন করে করোনার ধাক্কা আসার পর সংক্রমণ কমে আসার এ হার আশাব্যঞ্জক।
এদিকে আজ শুক্রবার থেকে আগামী ১৩ এপ্রিল পর্যন্ত দিনের বেলায় দোকান খোলার নির্দেশনা পাওয়ার পর গতকাল বৃহস্পতিবার দুপুরের দিকে কক্সবাজার শহরের পরিস্থিতি পাল্টে যায়। এসময় শহরের যানবাহন চলাচল কিছুটা শিথিল করা হয়। অলি-গলিতে দোকানপাটও খুলতে শুরু করে। তবে প্রশাসনের পক্ষ থেকে শহরের বিভিন্ন জায়গায় মাইকিং করে পথচারীদের স্বাস্থ্যবিধি মেনে চলার আহবান জানানো হয়। ব্যবসায়ীরা জানান, তারা স্বাস্থ্যবিধি মেনে ব্যবসা করতে চান। কারণ আসছে ঈদ ও বৈশাখী উৎসবকে সামনে রেখে তারা পূঁজি বিনিয়োগ করেছেন। তবে গতকাল শহরের প্রধান সড়কের মার্কেট, ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোতে মানুষের ভিড় থাকলেও সৈকত পাড়ের লাবণী, সুগন্ধা, কলাতলীর মোড় হোটেল-মোটেল জোন ছিল একেবারে জনশূণ্য। কলাতলী রোদেলা রেস্তোরার সহকারী ব্যবস্থাপক বেলাল উদ্দিন জানান, তাদের অন্তত বিশ জন কর্চারীকে বাধ্য হয়ে বাড়ি পাঠানো হয়েছে। কারণ সামনে রোজায় রেস্তোরা এমনিতেই বন্ধ করতে হতো। তাই এখনই তাদের বিদায় করে দিয়েছি। পরিস্থিতি ভাল হলে তাদের খবর দেয়া হবে।

পূর্ববর্তী নিবন্ধপেঁয়াজক্ষেতে গাঁজা চাষ করা সেই কৃষলীগ নেতা বহিস্কার
পরবর্তী নিবন্ধচট্টগ্রাম সাংস্কৃতিক জোটের আলোচনা সভা