কক্সবাজারে যুবদল নেতাকে গুলির পর ছুরিকাঘাত

কক্সবাজার প্রতিনিধি | মঙ্গলবার , ৪ ফেব্রুয়ারি, ২০২৫ at ৬:৫৫ পূর্বাহ্ণ

কক্সবাজারে দুর্বৃত্তের গুলি ও ছুরিকাঘাতে সাইফুল ইসলাম (৪০) নামে এক যুবদল নেতা গুরুতর আহত হয়েছেন। গতকাল সোমবার ভোর ৪টার দিকে কক্সবাজার শহরের ঝিলংজা পূর্ব লারপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। আহত সাইফুল ইসলাম সদর পূর্ব লারপাড়া এলাকার নুরুল হুদা জুনুর ছেলে ও ওয়ার্ড যুবদলের সভাপতি।

আহতের পিতা নুরুল হুদা বলেন, গতকাল ভোরে নিজ কর্মস্থল থেকে মোটরসাইকেল যোগে বাসায় ফেরার পথে ওয়ার্ড ছাত্রলীগের সাবেক সভাপতি বাবুর নেতৃত্বে আওয়ামী লীগের একদল নেতাকর্মী সাইফুল ইসলামকে প্রথমে গুলি করে, পরে ছুরি দিয়ে আঘাত রে। এ সময় তার সাথে থাকা একই এলাকার মূসা নামে আরেক যুবককে মাথায় আঘাত করে হামলাকারীরা। হামলাকারীরা পালিয়ে গেলে স্থানীয়রা দুজনকে উদ্ধার করে কঙবাজার সদর হাসপাতালে ভর্তি করে। গুলি ও ছুরিকাঘাতে সাইফুল ইসলামের শরীরের একাধিক স্থানে গুরুতর জখম হয়েছে। তার অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসক। তবে আহত অপরজন আশঙ্কামুক্ত।

এ বিষয়ে কঙবাজার সদর মডেল থানার ওসি মো. ইলিয়াস খান বলেন, ঘটনার খবর পাওয়ার সাথে সাথে একদল পুলিশ ঘটনাস্থলে পাঠানো হয়। বিস্তারিত তথ্য নেয়া হয়েছে। হামলাকারীদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রযেছে।

এদিকে যুবদল নেতার উপর হামলার ঘটনায় কঙবাজারের বিএনপি, যুবদল ও ছাত্রদলসহ অঙ্গসংগঠনের নেতাকর্মীরা পৃথকভাবে শহরে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছেন। এ সময় তারা হামলাকারীদের দ্রুত সময়ের মধ্যে গ্রেপ্তার করতে দাবি জানান।

পূর্ববর্তী নিবন্ধ১৭ বন্যপ্রাণীর নতুন ঠিকানা ডুলাহাজারা সাফারি পার্ক
পরবর্তী নিবন্ধসরস্বতী পূজায় বিদ্যা ও সংগীতের দেবীর আরাধনা