কক্সবাজারে মেম্বার প্রার্থী গুলিবিদ্ধ

কক্সবাজার প্রতিনিধি | মঙ্গলবার , ৯ নভেম্বর, ২০২১ at ৫:৩৯ পূর্বাহ্ণ

কক্সবাজার সদরের ঝিলংজায় গুলিবর্ষণে জেলা শ্রমিক লীগের সভাপতি নিহত ও তার ছোটভাই কুদরতউল্লাহ মেম্বার গুলিবিদ্ধ হওয়ার ঘটনার রেশ না কাটতেই গতকাল সোমবার রাতে পার্শ্ববর্তী পিএমখালী ইউনিয়নে গুলিবিদ্ধ হয়েছে রেজাউল করিম রেজা (৪০) নামের একজন সদস্য প্রার্থী। গত রাত ৯ টার দিকে নির্বাচনী প্রচারণা শেষে ইউনিয়নের তোতকখালী থেকে পায়ে হেঁটে বাড়ি ফেরার পথে বটতলা নামক স্থানে তাকে গুলি করে পালিয়ে যায় অজ্ঞাত বন্দুকধারীরা। তাকে উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
গুলিবিদ্ধ মেম্বার প্রার্থী রেজাউল করিম রেজা (৪০) স্থানীয় আবুল কালাম মেম্বারের ছেলে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তবে এ ঘটনায় কেউ আটক হয়নি। কক্সবাজার সদর থানার ওসি শেখ মুনীরুল গিয়াস জানান, কারা এমন ঘটনা ঘটিয়েছে, তা তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

পূর্ববর্তী নিবন্ধকন্টেনার না নিয়েই বন্দর ছাড়ল দুটি ভ্যাসেল
পরবর্তী নিবন্ধএ বছরও প্রাথমিকে অটো পাস