কক্সবাজার সমুদ্র সৈকতসহ বিভিন্ন পর্যটন স্পটে ফটোগ্রাফারদের পর্যটক হয়রানি ঠেকাতে অভিযান শুরু করেছে ট্যুরিস্ট পুলিশ। গতকাল ইনানী ও পাটুয়ারটেক সৈকতে অভিযান চালিয়ে ৭টি অবৈধ ক্যামেরা জব্দ করা হয়েছে। এর আগে ট্যুরিস্ট পুলিশের কক্সবাজার রিজিয়ন কার্যালয়ে আয়োজিত এক মতবিনিময় সভায় ফটোগ্রাফারদের দৌরাত্ম্য ঠেকাতে ১৩টি নির্দেশনা জারি করা হয়।
কক্সবাজার রিজিয়ন ট্যুরিস্ট পুলিশ অতিরিক্ত পুলিশ সুপার মো. রেজাউল করিমের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় গৃহীত সিদ্ধান্তসমূহ হল- ১. যথাযথ কর্তৃপক্ষের অনুমোদন ছাড়া সৈকতে ফটোগ্রাফি করতে দেয়া হবে না। ২. অবৈধ ফটোগ্রাফারদের বিরুদ্ধে এবং প্রশ্রয়দাতাদের বিরুদ্ধে নিয়মিত অভিযান চালিয়ে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে। ৩. কোনো অবস্থাতেই ফটোগ্রাফাররা পর্যটকদের সাথে বিবাদে জড়াতে পারবে না বা খারাপ আচরণ করতে পারবে না। ৪. ফটোগ্রাফার এবং পর্যটকদের মধ্যে মূল্য নিয়ে বা কোনো আচরণ নিয়ে কোনো সমস্যা দেখা দিলে সাথে সাথে তা ট্যুরিস্ট পুলিশকে জানাতে হবে। ৫. ফটোগ্রাফাররা কোনো পর্যটককে ছবি তোলার প্রস্তাব বা অনুরোধ করতে পারবে না; পর্যটকদের প্রয়োজন হলে তারা নিজেরাই ফটোগ্রাফারদের ডেকে নিবে। ৬. ফটোগ্রাফাররা বিচ ম্যানেজমেন্ট কমিটি কর্তৃক প্রদত্ত আইডি কার্ড ও নির্ধারিত নাম্বারসহ পোষাক পরিধান করে থাকবে। ৭. ট্যুরিস্ট পুলিশ কক্সবাজার রিজিয়ন হতে অভিজ্ঞ ও পর্যটক বান্ধব ফটোগ্রাফার বাছাই করে এবং তাদের পরিচয় নিশ্চিত হয়ে সৈকতে ফটোগ্রাফির সুযোগ দেয়া হবে। ৮. সৈকতে ফটোগ্রাফারদের একটি ডাটাবেইজ তৈরি করবে কঙবাজার রিজিয়ন ট্যুরিস্ট পুলিশ। ৯. ফটোগ্রাফারদের শৃঙ্খলায় নিয়ে আসতে সিনিয়র ও দায়িত্বশীল ফটোগ্রাফারদের দিয়ে একটি কমিটি করে দেয়া হবে। ১০. কঙবাজার ট্যুরিস্ট পুলিশ অবিলম্বে ফটোগ্রাফারদের সাথে বসে ছবির নতুন মূল্য তালিকা প্রণয়ন করবে। ১১. সৈকতের প্রবেশ পথে কোনো ফটোগ্রাফারকে দাঁড়াতে দেয়া হবে না। ১২. প্রশিক্ষণ বা অভিজ্ঞতা ছাড়া কোন ফটোগ্রাফারকে সৈকতে ফটোগ্রাফি করতে দেয়া হবে না। ১৩. পর্যায়ক্রমে সকল ফটোগ্রাফারকে পর্যটকদের সাথে আচরণ ও কাস্টমার হ্যান্ডলিং বিষয়ে প্রশিক্ষণ প্রদান করা হবে।
উল্লেখ্য, এক পর্যটক দম্পতিকে ছবি তোলার পর হয়রানির অভিযোগে গত রোববার সৈকতের সুগন্ধা পয়েন্ট থেকে মো. ইউনুস নামের এক ফটোগ্রাফারকে আটক করে ট্যুরিস্ট পুলিশ।