প্লাস্টিক ব্যবহার ও ব্যবস্থাপনা বিষয়ক আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতার কঙবাজার পর্বের চূড়ান্ত বিতর্ক ও সমাপনী গতকাল শনিবার শহরের পাবলিক লাইব্রেরির শহীদ সুভাষ মিলনায়তনে। আয়োজন বরে ছিল ইউনিডো ও বাংলাদেশ ডিবেট ফেডারেশন (বিডিএফ)।
কঙবাজারকে বিশ্বমানের পর্যটন ও মৎস্যশিল্পনগরী হিসেবে গড়ে তোলার ক্ষেত্রে পরিবেশ সুরক্ষা ও প্লাস্টিকের টেকসই ব্যবহারের গণসচেতনতা তৈরিতে গণমাধ্যমের ভূমিকাকে প্রিতপাদ্য করে হওয়া ফাইনাল বিতর্ক শেষে কঙবাজার মডেল হাই স্কুল চ্যাম্পিয়ন এবং বায়তুশ শরফ জব্বারিয়া একাডেমি স্কুল অ্যান্ড কলেজ রানার আপ হয়। চ্যাম্পিয়ন দলের সামিয়া জান্নাত আরিবা ফাইনালের এবং রানার আপ দলের ফারিহা তাসিন সামান্থা পুরো টুর্নামেন্টের সেরা বিতার্কিক নির্বাচিত হয়েছেন। কঙবাজারের বিভিন্ন স্কুল থেকে ১৬টি দল দুই দিনব্যাপী এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করে এবং শেষদিনে কর্মশালায় অংশ নেয় ছয় শতাধিক শিক্ষার্থী। অনুষ্ঠানে অতিথি ছিলেন ড. জাকি উজ জামান প্লাস্টিক দূষণ মোকাবিলায় তাদের অঙ্গীকার তুলে ধরেন। কঙবাজার পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. জমির উদীন বলেন, প্লাস্টিক দূষণের বিরুদ্ধে লড়াই তৃণমূল পর্যায়ে শুরু হয় এবং এই লড়াইয়ে শিক্ষার্থীসহ সমাজের প্রতটি সদস্যকে জড়িত করা অপরিহার্য। বিপুল রোহিঙ্গা জনগোষ্ঠীর কারণে অতিরিক্ত চাপের সম্মুখীন কঙবাজারের মতো অঞ্চলে প্লাস্টিক বর্জ্য ব্যবস্থাপনা জরুরি অগ্রাধিকার হওয়া উচিৎ। কক্সবাজারের জেলা শিক্ষা কর্মকর্তা মো. নাসির উদ্দিন, শিক্ষার্থীদের চিন্তাশীল অবদানের জন্য প্রশংসা করেন। কক্সবাজার সদরের উপজেলা নির্বাহী কর্মকর্তা নিলুফা ইয়াসমিন চৌধুরী বলেন, তরুণদের সক্রিয়ভাবে এই ধরনের সমালোচনামূলক বিষয়গুলির সাথে জড়িত দেখতে পারাটা উৎসাহব্যঞ্জক। অতিথি ছিলেন পরিবেশ অধিদপ্তরের সহকারী প্রকল্প পরিচালক কাজী সুমন, সাংবাদিক মাহফুজ মিশু, দৃষ্টি, চট্টগ্রামের সভাপতি মাসুদ বকুল। সভাপতিত্ব করেন, বাংলাদেশ ডিবেট ফেডারেশনের (বিডিএফ) সভাপতি প্লাবন গঙ্গোপাধ্যায়। সাধারণ সম্পাদক জিহাদ আল মেহেদীর সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইউনিডোর মাহবুল ইসলাম, সত্য ভট্টাচার্য, মাহমুদুল আলম রাসেল, নাইম মাহমুদ প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।