কক্সবাজারে ন্যায়কুঞ্জের নির্মাণকাজ উদ্বোধন করলেন প্রধান বিচারপতি

কক্সবাজার প্রতিনিধি | রবিবার , ১৯ মে, ২০২৪ at ১১:১০ পূর্বাহ্ণ

কক্সবাজারে বিচারপ্রার্থীদের জন্য নির্মিত হচ্ছে আধুনিক সুবিধা সম্বলিত বিশ্রামাগার ‘ন্যায়কুঞ্জ’। আইন ও বিচার বিভাগের তত্ত্বাবধানে ৫২ লক্ষ টাকা ব্যয়ে কক্সবাজার আদালত পাড়ায় গণপূর্ত বিভাগ কাজটি বাস্তবায়ন করছে। গতকাল শনিবার ‘ন্যায়কুঞ্জের’ ভিত্তি প্রস্থর স্থাপন করেন প্রধান বিচারপতি ওবায়দুল হাসান। এসময় তিনি বলেন, আদালতে আসা মানুষের দুর্ভোগ লাঘবে প্রধানমন্ত্রী প্রকল্পটি বাস্তবায়নের নির্দেশনা দিয়েছেন। ন্যায়কুঞ্জ বিচারপ্রার্থীদের স্বস্তি ও নিরাপত্তা বাড়াবে। পাশাপাশি অযথা বিড়ম্বনা ও হয়রানি কমাবে।

এসময় উপস্থিত ছিলেন বিচারপতি এম. ইনায়েতুর রহিম, বিচারপতি মো. আশফাকুল ইসলাম, সদ্য সাবেক বিচারপতি বোরহানউদ্দিন, বিচারপতি নাঈমা হায়দার, বিচারপতি মো. হাবিবুল গণি, বিচারপতি শেখ হাসান আরিফ, বিচারপতি জে বি এম হাসান, বিচারপতি জাফর আহমেদ, বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তী, বিচারপতি মো. ইকবাল কবির, বিচারপতি মো. মোস্তাফিজুর রহমান, বিচারপতি এস এম কুদ্দুস জামান, জেলা ও দায়রা জজ মুন্সি আবদুল মজিদ, কঙবাজারের চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আবদুল্লাহ আল মামুন, জেলা প্রশাসক মুহম্মদ শাহীন ইমরান, পুলিশ সুপার মাহফুজুল ইসলাম, গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. শাহজাহান, জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট আবুল কালাম ছিদ্দিকী, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোহাম্মদ তাওহীদুল আনোয়ার ও জেলা ও দায়রা জজ আদালতের পিপি অ্যাডভোকেট সৈয়দ মো. রেজাউর রহমান।

পূর্ববর্তী নিবন্ধচট্টগ্রাম বিজিএমইএ ইউনিভার্সিটি টেকনোলজির ২য় সিন্ডিকেট সভা
পরবর্তী নিবন্ধঅবন্তী সিঁথির ‘সুখের মুহূর্ত’