কক্সবাজার সদর মডেল থানার পিএমখালী ইউনিয়নের ছনখোলা নয়াপাড়ায় মো. শরিফ (৪৮) হত্যা মামলার মূল আসামি মোহাম্মদ ফাহিম (১৬)-কে গ্রেপ্তার করেছে পুলিশ।
রবিবার (১ ডিসেম্বর) রাত ৮টা ৫৫ মিনিটে পিএমখালী ইউনিয়নের নয়াপাড়া এলাকা থেকে তাকে আটক করা হয়।
গ্রেপ্তার ফাহিম ছনখোলা নয়াপাড়া এলাকার আমান উল্লাহ ও খোরশেদা বেগমের ছেলে। পুলিশ জানায়, হত্যাকাণ্ডের পর থেকে সে পলাতক ছিল। গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
পুলিশের সংশ্লিষ্ট কর্মকর্তারা বলেন, আসামিকে থানায় এনে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে আদালতে সোপর্দের প্রস্তুতি চলছে।












