কক্সবাজারে দুই সন্ত্রাসী গ্রুপের গোলাগুলিতে নিহত ২

কক্সবাজার ও রামু প্রতিনিধি | সোমবার , ৩১ মে, ২০২১ at ১০:০৮ অপরাহ্ণ

কক্সবাজার শহরের রুমালিয়ার ছড়া সিকদার বাজার এলাকায় জমির ভাগ-বাটোয়ারা ও আধিপত্য বিস্তার নিয়ে দুই সন্ত্রাসী গ্রুপের মধ্যে সংঘর্ষ ও গোলাগুলিতে দুইজন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরও ১০ জন।
আজ সোমবার (৩১ মে) বিকাল সাড়ে পাঁচটার দিকে এ ঘটনা ঘটে।
নিহতরা হলো কক্সবাজার শহরের টেকপাড়া এলাকার মুজিবুল ইসলামের ছেলে মোহাম্মদ সাহেদ (২৮) ও বাঁচা মিয়া ঘোনা এলাকার নুরুল আলম ছেলে রায়হানুল ইসলাম (২৫)।
পুলিশ ও স্থানীয়রা জানিয়েছেন, কক্সবাজার শহরের রুমালিয়ার ছড়া সিকদার বাজার পাহাড়ি এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে স্থানীয় রায়হান গ্রুপ এবং আশু আলী গ্রুপের মধ্যে দীর্ঘদিনের বিরোধ রয়েছে।
আজ সোমবার বিকালে রায়হান গ্রুপের ১৫/২০ জন সন্ত্রাসী সিকদার বাজারে আসলে আশু আলী গ্রুপের সন্ত্রাসীদের সঙ্গে কথা কাটাকাটি হয়।
এক পর্যায়ে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ ও পরে ব্যাপক গোলাগুলি শুরু হয়। এতে দুইজন নিহত হয়।
খবর পেয়ে কক্সবাজার সদর থানার একদল পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
কক্সবাজার শহর পুলিশ ফাঁড়ির ইনচার্জ পুলিশ পরিদর্শক আনোয়ার হোসেন জানিয়েছেন, সংঘর্ষ ও গোলাগুলির খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ আসলে সন্ত্রাসীরা পালিয়ে যায়। এসময় গুলিবিদ্ধ দুইজনের মরদেহ উদ্ধার করা হয়।
সংঘর্ষে নিহতদের একজন রায়হান গ্রুপের প্রধান রায়হান এবং অপরজনের নাম সাহেদ বলে জানা গেছে। এছাড়া গোলাগুলির ঘটনায় আরও ১০ জন আহত হয়েছে। আহতদের মধ্যে গুলিবিদ্ধ হাসান নামে একজনের অবস্থা আশঙ্কাজনক।
নিহত দুইজনের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। সন্ত্রাসীদের ধরতে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে বলে জানান তিনি।
কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মুনিরুল গিয়াস দুইজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করলেও তাৎক্ষণিকভাবে মৃত্যুর কারণ সম্পর্কে কোনো ধরনের মন্তব্য করতে চাননি।

পূর্ববর্তী নিবন্ধকক্সবাজারের ঘোড়ার খাদ্য-আবাসন নিশ্চিতে আইনি নোটিশ
পরবর্তী নিবন্ধহালদা মনিটরিংয়ে আরো ৪ সিসি ক্যামেরা