কক্সবাজারে ট্রাক থামিয়ে তিন শ্রমিককে অপহরণ

| রবিবার , ১ ডিসেম্বর, ২০২৪ at ১০:৩৮ পূর্বাহ্ণ

কক্সবাজারের টেকনাফে অস্ত্রের মুখে ট্রাক থামিয়ে দুর্বৃত্তরা তিন শ্রমিককে অপহরণ করেছে বলে জানিয়েছে পুলিশ। গতকাল শনিবার সকাল সাড়ে ৮টায় উপজেলার হোয়াইক্যংশামলাপুর রুটের বাহারছড়া ঢালায় এ ঘটনা ঘটে বলে জানান বাহারছড়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ পরিদর্শক মো. দস্তগীর হোসেন।

অপহৃতরা ট্রাকে মালামাল লোডআনলোডের শ্রমিক, তবে তাদের নাম ও পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি বলে জানান তিনি।

স্থানীয়দের বরাতে দস্তগীর হোসেন বলেন, সকালে টেকনাফের হোয়াইক্যং স্টেশন থেকে ট্রাকে ৭ থেকে ৮ জন শ্রমিক শামলাপুর যাচ্ছিল। পথে বাহারছড়া ঢালা এলাকায় পৌঁছালে অজ্ঞাত একদল দুর্বৃত্ত অস্ত্রের মুখে গাড়িটি থামায়। পরে গাড়িতে থাকা চালকের সহকারীসহ ৬ জন শ্রমিককে অপহরণ করে নিয়ে যায় তারা। খবর বিডিনিউজের।

তিনি আরও বলেন, খবরটি স্থানীয়রা পুলিশকে অবহিত করলে তাৎক্ষণিক অভিযান শুরু করে। অভিযানের এক পর্যায়ে দুর্বৃত্তরা ৩ জনকে ছেড়ে দিলেও অপর ৩ জনের সন্ধান পাওয়া যায়নি। তাদের উদ্ধারে পুলিশ অভিযান অব্যাহত রেখেছে এবং কারা, কী কারণে এ ঘটনা ঘটিয়েছে তা জানতে কাজ চলছে বলে জানান এই পুলিশ পরিদর্শক।

পূর্ববর্তী নিবন্ধফিরিঙ্গী বাজারে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের মাঝে নগদ অর্থ সহায়তা প্রদান
পরবর্তী নিবন্ধআবদুল অদুদ চৌধুরীর মহৎ আদর্শ নতুন প্রজন্মকে ধারণ করতে হবে