কক্সবাজারের টেকনাফে অস্ত্রের মুখে ট্রাক থামিয়ে দুর্বৃত্তরা তিন শ্রমিককে অপহরণ করেছে বলে জানিয়েছে পুলিশ। গতকাল শনিবার সকাল সাড়ে ৮টায় উপজেলার হোয়াইক্যং–শামলাপুর রুটের বাহারছড়া ঢালায় এ ঘটনা ঘটে বলে জানান বাহারছড়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ পরিদর্শক মো. দস্তগীর হোসেন।
অপহৃতরা ট্রাকে মালামাল লোড–আনলোডের শ্রমিক, তবে তাদের নাম ও পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি বলে জানান তিনি।
স্থানীয়দের বরাতে দস্তগীর হোসেন বলেন, সকালে টেকনাফের হোয়াইক্যং স্টেশন থেকে ট্রাকে ৭ থেকে ৮ জন শ্রমিক শামলাপুর যাচ্ছিল। পথে বাহারছড়া ঢালা এলাকায় পৌঁছালে অজ্ঞাত একদল দুর্বৃত্ত অস্ত্রের মুখে গাড়িটি থামায়। পরে গাড়িতে থাকা চালকের সহকারীসহ ৬ জন শ্রমিককে অপহরণ করে নিয়ে যায় তারা। খবর বিডিনিউজের।
তিনি আরও বলেন, খবরটি স্থানীয়রা পুলিশকে অবহিত করলে তাৎক্ষণিক অভিযান শুরু করে। অভিযানের এক পর্যায়ে দুর্বৃত্তরা ৩ জনকে ছেড়ে দিলেও অপর ৩ জনের সন্ধান পাওয়া যায়নি। তাদের উদ্ধারে পুলিশ অভিযান অব্যাহত রেখেছে এবং কারা, কী কারণে এ ঘটনা ঘটিয়েছে তা জানতে কাজ চলছে বলে জানান এই পুলিশ পরিদর্শক।