কক্সবাজার বঙ্গোপসাগরে ডুবে মোহাম্মদ আল মামুন নামে এক পর্যটকের মৃত্যু হয়েছে। গতকাল সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে শহরের লাবণী পয়েন্ট বঙ্গোপসাগরে জেটস্কি থেকে ছিটকে পড়ে এ ঘটনা ঘটে। নিহত মোহাম্মদ আল মামুন বরিশাল উজিরপুরের বাসিন্দা। তিনি গত শুক্রবার পরিবার সদস্যদের সাথে কক্সবাজারে বেড়াতে আসেন।
সি সেইভ লাইফ গার্ডের দলনেতা ওসমান গণি জানান, জেটস্কিতে চড়ে সমুদ্র ভ্রমণের সময় মামুন আকস্মিকভাবে পানিতে পড়ে যান। এ সময় জেটস্কির চালক তাকে উদ্ধারের চেষ্টা করেও ব্যর্থ হয়। পরে লাইফ গার্ড কর্মীরা সাগরে তল্লাশি করে তাকে উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
কক্সবাজার জেলা প্রশাসনের পর্যটন শাখার ম্যাজিস্ট্রেট মো. তানভির হোসেন জানিয়েছেন, জেটস্কি থেকে পড়ে নিহত পর্যটকের মরদেহ কক্সবাজার সদর হাসপাতালে রয়েছে। ঘটনার পর থেকে জেটস্কি–চালক পলাতক রয়েছে।
চলতি মাসে এ পর্যন্ত বঙ্গোপসাগরে ডুবে মারা গেছেন ৪ জন। এছাড়া গত মাসে (সেপ্টেম্বর) তিনজন, আগস্টে দুইজন এবং জুলাই ও জুন মাসে একজন করে মারা যায়।