কক্সবাজার সদরের ভারুয়াখালীতে মেয়ে জামাইর ছুরিকাঘাতে খুন হয়েছেন শ্বশুর কাঠমিস্ত্রী নুর কবির (৪৫)।
এ ঘটনায় ছুরিকাহত শাশুড়ি নুর জাহান বেগম(৪০)কে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার অবস্থাও আশংকাজনক বলে জানা গেছে।
গতকাল সোমবার দিবাগত রাত দেড়টার দিকে ভারুয়াখারী ইউনিয়নের ৪নং ওয়ার্ডের মশরফ পাড়ায় এ ঘটনাটি ঘটে।
রাত তিনটার দিকে হাসপাতালে নেয়ার পর চিকিৎসাধীন অবস্থায় মারা যান কাঠমিস্ত্রী নুর কবির।
ঘাতক জামাতা মিজানুর রহমান (২৮) পলাতক রয়েছেন। তিনি একই ইউনিয়নের বানিয়া পাড়ার আমির হোসেনের ছেলে।
ইউনিয়নের ৯নং ওয়ার্ডের মেম্বার ফজলুল হক স্থানীয়দের বরাত দিয়ে জানিয়েছেন, নুর কবিরের মেয়ে জেরিন আক্তারের সাথে প্রায় দেড় বছর আগে মিজানুর রহমানের বিয়ে হয়। বর্তমানে তাদের সংসারে ছয় মাস বয়সী একটি ছেলে সন্তান রয়েছে কিন্তু সম্প্রতি তাদের সংসারে বনিবনা না হওয়ায় বাপের বাড়িতে চলে যান স্ত্রী জেরিন আক্তার। এ ঘটনার প্রতিশোধ নিতে জামাই মিজানুর রহমান তার শ্বশুরকে খুন করার পরিকল্পনা করেন।
তিনি আরো জানান, সোমবার দিবাগত রাত দেড়টার দিকে ঘাতক মিজানুর রহমান শ্বশুর বাড়িতে গিয়ে দরজা ভেঙে ঘরের ভেতরে ঢুকে এবং স্ত্রীকে মারধর শুরু করে।
এসময় শ্বশুর ও শাশুড়ি এসে জামাইকে নিবৃত্ত করার চেষ্টা করলে তাদেরকে ছুরিকাঘাত করা হয়।
পরে আহতদের চিৎকার শুনে স্থানীয়রা এগিয়ে আসে এবং ছুরিকাঘাতে গুরুতর আহত শ্বশুর-শাশুড়িকে উদ্ধার করে প্রথমে কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করে। সেখানে রাত ৩টার দিকে শ্বশুর নুর কবির মারা যান।
পরে শাশুড়ি নুর জাহান বেগমকে কক্সবাজার থেকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে রেফার করা হয়।
কক্সবাজার সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুম খান বলেন, “ঘটনার পর পরই খুনী জামাই গা-ঢাকা দিয়েছে। তাকে ধরতে অভিযান চালাচ্ছে পুলিশ।”