কক্সবাজারে কাউন্সিলর টিপু হত্যা : নারীসহ আটক ৩

হত্যায় ব্যবহৃত অস্ত্র উদ্ধার

কক্সবাজার প্রতিনিধি | মঙ্গলবার , ১৪ জানুয়ারি, ২০২৫ at ৮:৫৫ অপরাহ্ণ

কক্সবাজার সমুদ্র সৈকতে খুলনার সাবেক কাউন্সিলর ও স্বেচ্ছাসেবকলীগ নেতা গোলাম রব্বানী টিপু হত্যাকাণ্ডের ঘটনায় তিন জনকে আটক করেছে কক্সবাজার জেলা পুলিশ।

মঙ্গলবার (১৪ জানুয়ারি) সন্ধায় কক্সবাজারের পুলিশ সুপার রহমত উল্লাহ সাংবাদিকদের কাছে বিষয়টি নিশ্চিত করেন এবং গ্রেফতার তিন জনই সরাসরি হত্যাকাণ্ডে জড়িত বলে দাবি করেন তিনি।

এছাড়া হত্যাকাণ্ডে ব্যবহৃত আগ্নেয়াস্ত্রটিও উদ্ধার করার কথা জানিয়েছে পুলিশ সুপার।

জেলা পুলিশের মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার জসীম উদ্দিন জানান, আটক ৩ জনের মধ্যে একজন নারী রয়েছে। বিস্তারিত সংবাদ সম্মেলন করে জানানো হবে আগামীকাল বুধবার সকালে।

কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইলিয়াস খান জানান, ৩ জনকেই একসাথে মৌলভীবাজার থেকে মঙ্গলবার বিকেলে আটক করা হয়েছে। তাদের কক্সবাজার আনা হচ্ছে।

৫৪ বছর বয়সী টিপুকে বৃহস্পতিবার (৯ জানুয়ারি) সন্ধায় কক্সবাজারের সমুদ্র সৈকত সংলগ্ন হোটেল সী-গালের সামনের ফুটপাতে গুলি করে হত্যা কয়া হয়।

পূর্ববর্তী নিবন্ধমীরসরাইয়ে যুবদলকর্মী নিহতের ঘটনায় গ্রেফতার ৪
পরবর্তী নিবন্ধপাহাড় থেকে রোহিঙ্গা ডাকাত শরিফের ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার