কক্সবাজারে হারুনুর রশিদ মনির চৌধুরী (১৯) নামে এক কলেজ শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার দুপুর ২ টা ৩০ মিনিটের দিকে সদর উপজেলার উত্তর ডিক্কুল এলাকায় একটি ভাড়া বাসা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত মনির উখিয়ার জালিয়াপালং ইউনিয়নের পাইন্যাশিয়া এলাকার মজিবুল হক চৌধুরীর ছেলে। তিনি কক্সবাজার হার্ভার্ড ইন্টারন্যাশনাল কলেজের একাদশ শ্রেণিতে ছাত্র। এ ঘটনায় মাহমুদুল হক নামে মনিরের এক রুমমেটকে হেফাজতে নিয়েছে পুলিশ।
কক্সবাজার সদর মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আজিজুর রহমান বলেন, নিহত মনির ও মাহমুদুল হক একসঙ্গে কলেজের বিপরীত পাশে একটি বাসায় ভাড়া থেকে লেখাপড়া করতেন। দুপুরে রান্নার জন্য মনির কাঁচা বাজার করতে বের হলে শরীর খারাপ লাগায় বাসায় ফিরে আসে এবং বাজার আনার জন্য মাহমুদুল হককে পাঠায়। বাজার শেষে মাহমুদুল হক বাসায় ফিরে মনিরের মোবাইল ফোনে একাধিকবার কল করেও সাড়া না পেয়ে ঘরে ঢুকে তার মরদেহ দেখতে পান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। মাহমুদুল হককে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। পরিদর্শক আজিজুর রহমান বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
নিহত মনিরের জেঠাতো ভাই আরফাত চৌধুরী দাবি করেছেন, ‘‘আমার ছোট ভাই মনিরকে সন্ত্রাসীরা হত্যা করে পালিয়ে গেছে। আমরা এই খুনের বিচার চাই।
আরফাত আরও দাবি করেন, পুলিশের হেফাজতে থাকা মাহমুদুল হককে ব্যাপক জিজ্ঞাসাবাদ করলে মৃত্যুর চাঞ্চল্যকর বেরিয়ে আসবে।