কক্সবাজারে কথিত গণধর্ষণ মামলার বাদী গ্রেফতার

কক্সবাজার প্রতিনিধি | শুক্রবার , ১৭ ফেব্রুয়ারি, ২০২৩ at ৬:১৩ পূর্বাহ্ণ

কক্সবাজার আদালত চত্বরে কথিত গণধর্ষণ মামলার বাদী রুনা আক্তারকে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার ভোরে ঈদগাঁও থানা পুলিশের একটি দল অভিযান চালিয়ে নিজ বসতঘর থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার রুমা আক্তার কক্সবাজারের নবগঠিত ঈদগাঁও উপজেলার ইসলামাবাদ ইউনিয়নের আউলিয়াবাদ এলাকার শফিকুল ইসলামের মেয়ে।

ঈদগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম কবির জানান, গত বছরের মার্চে কক্সবাজার আদালত চত্বরে কথিত গণধর্ষণের অভিযোগে দায়ের করা মামলার বাদী ছিলেন রুনা আক্তার। পরে চাঞ্চল্যকর এ মামলাটি আদালতে মিথ্যা প্রমাণিত হলে রাসেল উদ্দিন নামের এক সংক্ষুব্ধ ব্যক্তি বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে রুনা আক্তারের বিরুদ্ধে আদালতে একটি মামলা দায়ের করেন।

এ মামলায় আদালত সম্প্রতি রুনা আক্তারের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে। আর এ গ্রেফতারি পরোয়ানার ভিত্তিতেই ঈদগাঁও থানার একদল মহিলা পুলিশ রুনা আক্তারকে তার বসতঘর থেকে গ্রেফতার করে। তিনি আরও জানান, রুনাকে গ্রেফতারের পর সকালে কক্সবাজার আদালতে সোপর্দ করা হয়েছে। পরে আদালতের নির্দেশে তাকে জেল হাজতে পাঠানো হয়।

পূর্ববর্তী নিবন্ধছাড়পত্র পেতে বিলম্বে বিদেশি জাহাজে পণ্য পরিবহনে সংকট
পরবর্তী নিবন্ধবাণিজ্যমেলার বাইরে দুই ছাত্রলীগ কর্মীর মধ্যে হাতাহাতি