কক্সবাজারে এসে নিখোঁজ সিলেটের ৬ যুবক

কক্সবাজার প্রতিনিধি | মঙ্গলবার , ২২ এপ্রিল, ২০২৫ at ৪:৪৪ পূর্বাহ্ণ

কক্সবাজারে রাজমিস্ত্রির কাজ করতে এসে পাঁচ দিন ধরে নিখোঁজ রয়েছেন সিলেটের জকিগঞ্জ উপজেলার খলাছড়া ইউনিয়নের পশ্চিম লোহারমহল গ্রামের ছয়জন যুবক। সেই থেকে সবার মোবাইল ফোনও বন্ধ রয়েছে। এই ঘটনায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহযোগিতা চেয়েছেন নিখোঁজ যুবকদের পরিবারের সদস্যরা।

নিখোঁজ ছয়জন হলেন, পশ্চিম লোহারমহল গ্রামের রশিদ আহমদ (২০), একই গ্রামের মারুফ আহমদ (১৮), শাহিন আহমদ (২১), এমাদ উদ্দিন (২২), খালেদ হাসান (১৯) ও আবদুল জলিল (৫৫)

নিখোঁজদের খোঁজে গতকাল কক্সবাজারে আসেন তাদের কয়েকজন স্বজন। তারা সাংবাদিকদের জানান, নিখোঁজ সবাই ১৫ এপ্রিল কাজের উদ্দেশ্যে সিলেটের জকিগঞ্জ থেকে

কঙবাজারের উদ্দেশে রওনা দেন। পরদিন কঙবাজারে পৌঁছে সবাই পরিবারের সঙ্গে ফোনে কথাও বলেন। এরপর সবার ফোন বন্ধ পাওয়া যায়।

এ বিষয়ে জানতে চাইলে জকিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহিরুল ইসলাম বলেন, ‘জকিগঞ্জের ছয়জন কাজের উদ্দেশ্যে কঙবাজারে গিয়ে নিখোঁজ থাকার ঘটনা জানতে পেরেছি। পরিবারের সদস্যরা থানায় এসে নিখোঁজের বিষয়টি পুলিশকে জানিয়েছেন। আমরা (পুলিশ) তাঁদের সহায়তা করে যাচ্ছি।’

ওসি বলেন, নিখোঁজ ছয়জনের মোবাইল ট্র্যাক করে দুজনের সর্বশেষ অবস্থান কঙবাজারের টেকনাফে পাওয়া গেছে। পরিবারের সদস্যরা নিখোঁজ ব্যক্তিদের সন্ধানে কঙবাজার ও টেকনাফে গেছেন।

এ প্রসঙ্গে টেকনাফ মডেল থানার ওসি মুহাম্মদ গিয়াস উদ্দিন বলেন, জকিগঞ্জের ছয়জন নিখোঁজ থাকার বিষয়টি তিনি জেনেছেন। তবে সোমবার রাত আটটা পর্যন্ত কেউ নিখোঁজ ব্যক্তিদের বিষয়ে অভিযোগ দেননি। তারপরও পুলিশের অনুসন্ধান চলছে।

পূর্ববর্তী নিবন্ধজাতীয়ভাবে ন্যূনতম মজুরি, বেতন দিতে তহবিল গঠনের সুপারিশ
পরবর্তী নিবন্ধসীতাকুণ্ডে আ. লীগ ও যুবলীগের ২ নেতা গ্রেপ্তার