কক্সবাজারের কলাতলীর হোটেল-মোটেল জোনের ‘সী আলিফ’ নামের আবাসিক হোটেল থেকে এক নারী ও তার শিশু মেয়ের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার দুপুরে হোটেলটির ৪১১ নম্বর কক্ষ থেকে দিকে মরদেহ দুটি উদ্ধার করা হয়।
পুলিশ জানিয়েছে, নিহত গৃহবধূ সুমা দে (৩৫) চট্টগ্রামের বাঁশখালীর বাসিন্দা। তার স্বামী তাদের দুই ছেলেকে সঙ্গে নিয়ে পালিয়েছেন।
হোটেলটির ডেস্ক ম্যানেজার রিফাত হোসেন জানান, চট্টগ্রামের বাশঁখালীর বাসিন্দা সুমা গত ১৪ ফেব্রুয়ারি তিন ছেলে ও স্বামী পরিচয় দেওয়া একজনকে নিয়ে হোটেলে ওঠেন। কয়েক দিন কক্সবাজার শহরে ঘুরে বেড়ান তারা। আজ সকালে সবাই হাসিমুখেই ছিলেন, কিন্তু হঠাৎ তাদের কক্ষ খোলা দেখে হোটেল বয় গিয়ে মা ও মেয়ের মরদেহ পড়ে থাকতে দেখেন। পরে পুলিশে খবর দিলে তারা এসে মা-মেয়ের মরদেহ উদ্ধার করে।
কক্সবাজার ট্যুরিস্ট পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মোল্লা শাহীন বলেন, নিহত নারীর স্বামী তাদের অন্য দুই শিশু সন্তানকে নিয়ে পালিয়েছেন। মৃত্যুর কারণ জানতে সিআইডির সদস্যরা কাজ করছেন বলেও তিনি জানান।