কক্সবাজারে অস্ত্রসহ ডাকাত গ্রেপ্তার

ডাকাতির প্রস্তুতি

কক্সবাজার প্রতিনিধি | বুধবার , ১৭ সেপ্টেম্বর, ২০২৫ at ৮:৫৭ পূর্বাহ্ণ

কক্সবাজার শহরে ডাকাতির প্রস্তুতিকালে জসিম উদ্দিন (৪২) নামে এক ডাকাতকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তার কাছ থেকে একটি আগ্নেয়াস্ত্র, ৪ রাউন্ড কার্তুজ, বিভিন্ন ডাকাতির সরঞ্জাম এবং একটি মাইক্রোবাস উদ্ধার করা হয়। গতকাল মঙ্গলবার ভোররাতে শহরের সাহিত্যিকা পল্লী এলাকায় এ অভিযান চালানো হয়। বিষয়টি নিশ্চিত করেছেন কক্সবাজার সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইলিয়াছ খান। ওসি জানান, সাহিত্যিকা পল্লী এলাকায় পুলিশের মোবাইল টহল দল নিয়মিত দায়িত্ব পালন করছিলেন। এ সময় একটি মাইক্রোবাস পুলিশ দেখে আচমকা পিছু হটে। এতে সন্দেহ হলে মোবাইল টিমটি দীর্ঘ সময় ধরে গাড়িটিকে অনুসরণ করে। একপর্যায়ে গাড়িতে থাকা সশস্ত্র ডাকাতদল পুলিশের উপস্থিতি টের পেয়ে বন্দুক তাক করে এবং গাড়ির দরজা খুলে পালানোর চেষ্টা করে। ওই সময় মো. জসিম উদ্দিন নামে একজন ডাকাতকে গ্রেপ্তার করা হয়। একই সঙ্গে ডাকাতি কাজে ব্যবহৃত মাইক্রোবাস ও বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়। তিনি আরও জানান, গ্রেপ্তার জসিম চিহ্নিত ডাকাত দলের সক্রিয় সদস্য এবং তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। তার বিরুদ্ধে নতুন করে ডাকাতির প্রস্তুতি ও অস্ত্র আইনে পৃথক দুটি মামলা দায়ের করা হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধচট্টগ্রাম একাডেমি-লোকমান খান শেরওয়ানী সাংবাদিকতা পুরস্কার পাচ্ছেন কাজী আবুল মনসুর
পরবর্তী নিবন্ধহাটহাজারীতে বিদ্যুৎস্পৃষ্টে ডেকোরেশন কর্মীর মৃত্যু