কক্সবাজারে অপহরণ চক্রের টর্চার সেলের সন্ধান

অস্ত্রসহ আটক ৪

কক্সবাজার প্রতিনিধি | বুধবার , ২৩ অক্টোবর, ২০২৪ at ৮:৩৮ পূর্বাহ্ণ

কক্সবাজার শহরে পর্যটকসহ সাধারণ মানুষকে অপহরণ ও ছিনতাইকারী চক্রের টর্চার সেলের সন্ধান পেয়েছে র‌্যাপিড এ্যাকশান ব্যাটালিয়ানর‌্যাব। এ সময় দেশীয় অস্ত্রসহ চার দুর্বৃত্তকে আটক করা হয়েছে। গত সোমবার মধ্যরাতে কক্সবাজার শহরের পুরাতন জাদিরাম বৌদ্ধ বিহারের পাহাড়ে এ অভিযান চালানো হয়। আটকরা হলেন, কক্সবাজার শহরের ঘোনারপাড়ার বান্টু দাশের ছেলে উজ্জ্বল দাশ (২৮), একই এলাকার মৃত বিমল দে এর ছেলে উৎপল দে (২৯), মৃত দুলাল ধরের ছেলে বিধান ধর (৩০) ও কাজল রুদ্রের ছেলে অন্তর রুদ্র (২২)। বিষয়টি নিশ্চিত করেন কক্সবাজারস্থ র‌্যাব১৫ ব্যাটালিয়নের সিনিয়র সহকারী পরিচালক (আইন ও গণমাধ্যম) ও অতিরিক্ত পুলিশ সুপার মো. কামরুজ্জামান বলেন, কঙবাজার শহরের পুরাতন জাদিরাম বৌদ্ধ বিহারের পাহাড়ে পরিত্যক্ত একটি ঘরকে আস্তানা বানিয়ে দুর্বৃত্তদের একটি দল দীর্ঘদিন ধরে পর্যটকসহ সাধারণ মানুষকে ছিনতাই, অপহরণ, জিম্মি ও মুক্তিপণ আদায় করে আসছিল। এ তথ্যের ভিত্তিতে র‌্যাব অপরাধী চক্রটিকে শনাক্ত ও গ্রেপ্তারে নজরদারি শুরু করে। এক পর্যায়ে সোমবার মধ্যরাতে অপরাধী চক্রের কতিপয় সদস্য তাদের আস্তানায় অবস্থান করার খবরে র‌্যাবের একটি দল অভিযান চালায়। র‌্যাব সদস্যরা আস্তানাটি ঘিরে ফেললে ৬৭ জন লোক দৌঁড়ে পালানোর চেষ্টা চালায়। এসময় ধাওয়া দিয়ে ৪ জনকে আটক করতে সক্ষম হলেও অন্যরা পালিয়ে যায়। পরে আস্তানাটিতে তল্লাশি চালিয়ে একটি কিরিচ, তিনটি ছোরা, দুইটি প্লাস্টিকের লাঠি, একটি লম্বা রশি ও তিনটি চোরাই মোবাইল ফোন পাওয়া যায়।

আটকৃতরা কক্সবাজার শহরে দীর্ঘদিন ধরে পর্যটকসহ সাধারণ মানুষকে টার্গেট করে মোবাইল ও নগদ টাকা লুট এবং জিম্মি করে মুক্তিপণ আদায় করতো বলে স্বীকারোক্তি দিয়েছে। তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে কঙবাজার সদর থানায় মামলা করা হয়েছে বলে জানান অতিরিক্ত পুলিশ সুপার মো. কামরুজ্জামান।

পূর্ববর্তী নিবন্ধভারতে পালানোর সময় বিনাজুরির সাবেক ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার
পরবর্তী নিবন্ধমামলা করতে এসে থানায় আটক কর্ণফুলীর হত্যা মামলার আসামি