কক্সবাজারের নতুন জেলা প্রশাসক হিসাবে দায়িত্ব নিয়েছেন মো. মামুনুর রশীদ। তিনি গতকাল বুধবার সকাল সোয়া ১১টার দিকে বিদায়ী জেলা প্রশাসক মো. কামাল হোসেনের কাছ থেকে দায়িত্বভার গ্রহণ করেন। ২১তম বিসিএস ক্যাডারের কর্মকর্তা মো. মামুনুর রশীদ কঙবাজারের জেলা প্রশাসক হিসাবে আগেরদিন মঙ্গলবার চট্টগ্রাম বিভাগীয় কমিশনারের কার্যালয়ে যোগদান করেন।