কক্সবাজারে নতুন পুলিশ সুপার (এসপি) হিসাবে দায়িত্বভার গ্রহণ করেছেন মো. মাহফুজুল ইসলাম। তিনি গত বৃহস্পতিবার বিকালে বিদায়ী পুলিশ সুপার মো. হাসানুজ্জামানের কাছ থেকে দায়িত্বভার গ্রহণ করেন। এ সময় জেলা পুলিশ ও বিভিন্ন থানার ওসিসহ ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। কক্সবাজারের বিদায়ী পুলিশ সুপার মো. হাসানুজ্জামান অতিরিক্ত উপ-পুলিশ মহাপরিদর্শক (এডিশনাল ডিআইজি) পদে পদোন্নতি পেয়েছেন। তিনি ২০২০ সালের ২৩ সেপ্টেম্বর কক্সবাজারে যোগদান করেছিলেন।
কক্সবাজারের নতুন এসপি মো. মাহফুজুল ইসলাম ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) এর উপ-পুলিশ কমিশনার হিসাবে কর্মরত ছিলেন।