কক্সবাজারের চার আসনের ৩টিতে বিএনপি প্রার্থীর নাম ঘোষণা

মহেশখালী-কুতুবদিয়া আসনের প্রার্থী নিয়ে গুঞ্জন

কক্সবাজার প্রতিনিধি | মঙ্গলবার , ৪ নভেম্বর, ২০২৫ at ৮:১২ পূর্বাহ্ণ

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য বিএনপি কক্সবাজারের ৪টি আসনের মধ্যে প্রথম পর্যায়ে ৩টি আসনে প্রার্থীর নাম ঘোষণা করেছে। তিনজনই পুরনো প্রার্থী। তবে মহেশখালীকুতুবদিয়া আসনে কোন প্রার্থীর নাম ঘোষণা করা হয়নি। আর তা নিয়েই শুরু হয়েছে নানা গুঞ্জন। আসনটি কি কোন জোটসঙ্গীকে ছেড়ে দেয়া হবে কিনা তা নিয়ে শুরু হয়েছে নানা আলোচনা।

বিএনপি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য ৩শ আসনের মধ্যে ২৩৭ আসনে সম্ভাব্য প্রার্থীদের নাম ঘোষণা করেছে। গতকাল সোমবার বিকালে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে সংবাদ সম্মেলন করে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তাদের নাম পাঠ করে শোনান। সম্ভাব্য প্রার্থীদের মধ্যে কক্সবাজারের ৪টি আসনের মধ্যে ৩টিতে প্রার্থী ঘোষণা করা হয়েছে। তারা হলেনকক্সবাজার(চকরিয়াপেকুয়া) আসনে বিএনপি স্থায়ী কমিটির সদস্য ও সাবেক যোগাযোগ প্রতিমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, কক্সবাজার(সদররামুঈদগাঁও) আসনে বিএনপি কেন্দ্রীয় কমিটির মৎস্যজীবী বিষয়ক সম্পাদক ও সাবেক এমপি লুৎফুর রহমান কাজল এবং কক্সবাজার(উখিয়াটেকনাফ) আসনে জেলা বিএনপির সভাপতি ও সাবেক এমপি শাহজাহান চৌধুরী।

তবে কক্সবাজার(মহেশখালীকুতুবদিয়া) আসনে বিএনপির পক্ষ থেকে কোন প্রার্থীর নাম ঘোষণা না করায় তা নিয়ে শুরু হয়েছে নানা গুঞ্জন। এ আসনটি ২০০৮ সালের নির্বাচনে জামায়াতকে ছেড়ে দিয়েছিল বিএনপি। জামায়াতের কেন্দ্রীয় নেতা এএইচএম হামিদুর রহমান আজাদ এ আসন থেকে ২০০৮ সালে এমপি নির্বাচিত হন।

পূর্ববর্তী নিবন্ধস্ত্রী-সন্তানকে সাথে নিয়ে যাচ্ছিলেন বাইকে, কাভার্ডভ্যান চাপায় চালকের মৃত্যু
পরবর্তী নিবন্ধনভেম্বরেও ডেঙ্গুর প্রকোপ, কমেছে চিকুনগুনিয়া