কক্সবাজারের ঈদগাঁও নতুন উপজেলা

রামু প্রতিনিধি | মঙ্গলবার , ২৭ জুলাই, ২০২১ at ৬:০৪ পূর্বাহ্ণ

কক্সবাজারের ঈদগাঁহকে উপজেলা হিসাবে অনুমোদন দিয়েছে সরকার। সেই সাথে জেলার আট উপজেলার সঙ্গে যুক্ত হল আরও এক। এ নিয়ে কক্সবাজারে এখন ৯টি উপজেলা। এ পাঁচ ইউনিয়ন হচ্ছে, ঈদগাঁও, ইসলামপুর, ইসলামাবাদ, জালালাবাদ ও পোকখালী। কঙবাজার সদরের পাঁচটি ইউনিয়ন নিয়ে ‘ঈদগাঁও উপজেলা’ অনুমোদন দেওয়ায় কঙবাজার-৩ (সদর-রামু) আসনের সংসদ সদস্য সাইমুম সরওয়ার কমল এর আরও একটি স্বপ্নের সফল বাস্তবায়ন বলে মন্তব্য করছেন সংশ্লিষ্টরা। গতকাল সোমবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে প্রশাসনিক পুনর্বিন্যাস সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটি (নিকার)’র সভায় ঈদগাঁও উপজেলা অনুমোদন দেওয়া হয়। এ বিষয়ে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় সাইমুম সরওয়ার কমল এমপি বলেছেন, দীর্ঘ পঞ্চাশ বছর ধরে কক্সবাজার সদর উপজেলার ৫টি ইউনিয়ন নিয়ে গঠিত ঈদগাঁও উপজেলার তিন লক্ষাধিক মানুষ অবহেলিত ছিল। শুধু ঈদগাঁওকে উপজেলা করতে পারিনি বলেই আমরা সেখানে কোন সরকারি হাসপাতাল করতে পারিনি, কোন উচ্চ বিদ্যালয় এবং কলেজকে সরকারি করতে পারিনি। ফায়ার স্টেশন স্থাপন করতে না পারায় প্রতি বছর ঈদগাঁহ বাজার, ফকিরা বাজার, মুসলিম বাজার, পালাকাটাসহ এ এলাকার অসংখ্য ঘরবাড়িগুলো আগুনে পুড়তে দেখেছি। এমপি কমল কঙবাজারবাসীর পক্ষ থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন ও কৃতজ্ঞতা জানাচ্ছি।

পূর্ববর্তী নিবন্ধবেড়েছে প্রাইভেট গাড়ি ও মোটরসাইকেল চলাচল
পরবর্তী নিবন্ধবিইআরসির নির্দেশনা উপেক্ষিত বিপিসিতে