সমপ্রতি মুক্তি পাওয়া ‘বুকের মধ্যে আগুন’ ওয়েব সিরিজ দিয়ে প্রশংসা পাচ্ছেন অভিনেত্রী তানিয়া আহমেদ। তবে তাঁর অভিনীত চরিত্রটি নিয়ে অনেক দর্শক সামাজিক যোগাযোগ মাধ্যমে মন্তব্য করছেন, তানিয়া আহমেদের চরিত্রটির সঙ্গে সালমান শাহর মায়ের চরিত্রের সঙ্গে মিল পেয়েছেন। অভিনীত চরিত্রটি নিয়ে মুখ খুললেন অভিনেত্রী।
তানিয়া আহমেদ বলেন, ভক্তদের ভালোবাসা আমাকে সবসময় মুগ্ধ করে। আমি চেষ্টা করি ভালো অভিনয়ের। কিন্তু ভালো কাজ অনেকদিনই সেভাবে পাচ্ছিলাম না। অবশেষে চরকির ‘উনিশ ২০’ ও হইচইয়ের ‘বুকের মধ্যে আগুন’ সিরিজ দুটির জন্য পরিচালক আরিয়ান ও তানিমের কাছে কৃতজ্ঞতা।
তানিয়া আহমেদকে সিরিজে দেখা গেছে দুই বয়সের চরিত্রে অভিনয় করতে। তরুণ এবং মধ্যবয়সী পরবর্তী সময়টা পর্দায় তুলে ধরেছেন। আর এই দুটি চরিত্রেই প্রয়াত অভিনেতা সালমান শাহর মায়ের সঙ্গে মিল খুঁজে পেয়েছেন দর্শক। গত মাসের ১৭ ফেব্রুয়ারি হইচইয়ে মুক্তির কথা ছিল ‘বুকের মধ্যে আগুন’
সিরিজটির। তখন এ সিরিজটি নিয়ে আপত্তি তোলে সালমানের পরিবার। সেই সময় সাধারণ ডায়েরির পাশাপাশি সিরিজের নির্মাতাকে আইনি নোটিশও পাঠিয়েছিলেন সালমানের পরিবার। এতেই আটকে যায় সিরিজটির মুক্তি। অবশেষে গত বৃহস্পতিবার রাতে সিরিজটি মুক্তি পায়।