গুণী অভিনেত্রী আফসানা মিমি। বহুদিন পর পর্দায় আবার তাকে দেখা যাবে। ‘নিখোঁজ’ নামের অরিজিন্যাল সিরিজের মধ্যদিয়েই ওয়েব দুনিয়ায় অভিষেক হতে যাচ্ছে তার। ফ্যামিলি ড্রামা ও থ্রিলার ঘরানার গল্প নিয়ে রিহান রহমান নির্মাণ করেছেন ‘নিখোঁজ’।
আফসানা মিমির সঙ্গে এই সিরিজে দেখা যাবে শতাব্দী ওয়াদুদ, ইন্তেখাব দিনার, অর্চিতা স্পর্শিয়া, শ্যামল মাওলা, খায়রুল বাসার, শিল্পী সরকার অপু, দীপান্বিতা মার্টিন, মাসুম রেজওয়ানসহ আরও অনেককে। কাল ১৭ মার্চ রাত ৮টা থেকে চরকির পর্দায় দেখা যাবে ৬ পর্বের তারকাবহুল সিরিজটি।