ওয়েবে ঝুঁকছেন নাটকের শীর্ষ তারকারা

| মঙ্গলবার , ২১ মার্চ, ২০২৩ at ৫:২৫ পূর্বাহ্ণ

আফরান নিশো গত বছরের শেষদিক থেকে নাটকের কাজ আর করছেন না বললেই চলে। এর পরিবর্তে তিনি ব্যস্ত হয়েছেন ওয়েবে। এরইমধ্যে তিনি কয়েকটি ওয়েব ফিল্ম ও সিরিজে অভিনয় করেছেন। পাশাপাশি ‘সুড়ঙ্গ’ নামের একটি সিনেমার শুটিংও শুরু করেছেন তিনি। সব মিলিয়ে নিশো জানিয়েছেন আপাতত তাকে আর দেখা যাবে না নাটকে। একই সুরে সুর মিলিয়ে নাটকের কাজ অনেকাংশে কমিয়ে দিয়েছেন নাটকের অন্যতম শীর্ষ অভিনেত্রী মেহজাবিন চৌধুরী। গত ৬ মাস ধরে তিনি নাটকের কাজ করছেন না বললেই চলে। এর পরিবর্তে ব্যস্ত হয়েছেন বিজ্ঞাপন ও ওয়েবে। অভিনেত্রী বলেন, মনের মতো স্ক্রিপ্ট না হলে নাটকে অভিনয় করবো না।

১৫ বছরেরও বেশি সময় ধরে নাটক ইন্ডাস্ট্রিকে যিনি আগলে রেখেছেন ভালোবাসা দিয়ে তিনি জিয়াউল ফারুক অপূর্ব। অপূর্ব বলেন, অভিনেতা হিসেবে ভিন্নধর্মী কাজ তো করতেই চাই। সেটা নাটক, সিনেমা কিংবা ওয়েব হোক।

অন্যদিকে নাটকের আরেক জনপ্রিয় তারকা তাসনিয়া ফারিণও ঝুঁকেছেন ওয়েবে, করছেন সিনেমা। এভাবেই নাটকের পরিবর্তে ওয়েবে ঝুঁকছেন নিয়মিত নাটকে কাজ করা আরও অনেক তারকা। এরমধ্যে রয়েছেন জোভান, সাবিলা নূর, সাফা কবির, সামিরা খান মাহি, এফএস নাঈমসহ বেশ ক’জন তারকা।