ওয়াসিমসহ শহীদদের স্মরণে দোয়া মাহফিল ও এতিমদের মাঝে খাবার বিতরণ

| শুক্রবার , ১ আগস্ট, ২০২৫ at ১১:৪৮ পূর্বাহ্ণ

গণঅভ্যুত্থানের পরিপ্রেক্ষিতে গড়ে ওঠা রাজনৈতিক দল ও একটি মহল গণঅভ্যুত্থানের শহীদ এবং অংশগ্রহণকারী সবাইকে ধারণ করার কথা বললেও সচেতনভাবে শহীদ ওয়াসিম আকরামকে উপেক্ষা করছে বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ও মহানগর বিএনপির সাবেক সভাপতি ডা. শাহাদাত হোসেন। তিনি বলেন, তারা উদ্দেশ্যমূলকভাবে শহীদ ওয়াসিম আকরামের আত্মত্যাগ এড়িয়ে যেতে চায়। অথচ ওয়াসিম আকরাম সরকারি চাকরিপ্রার্থী হিসেবে আন্দোলন করেনি। বরং ফ্যাসিবাদের পতন ঘটাতেই আন্দোলনে যোগ দিয়েছিলেন।

গতকাল বৃহস্পতিবার দুপুরে চট্টগ্রাম প্রেসক্লাবের আবদুল খালেক মিলনায়তনে জুলাই আন্দোলনে চট্টগ্রামে প্রথম শহীদ ওয়াসিম আকরামসহ সকল শহীদদের রুহের মাগফেরাত কামনায় চট্টগ্রাম কলেজ ও মহসিন কলেজ সাবেক ছাত্রদল ফোরামের উদ্যোগে দোয়া মাহফিল ও এতিমদের মাঝে খাবার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

চট্টগ্রাম কলেজ ছাত্রদলের সাবেক আহবায়ক ও মহানগর বিএনপির আহবায়ক কমিটির সদস্য মো. কামরুল ইসলামের সভাপতিত্বে ও চট্টগ্রাম কলেজ ছাত্রদলের সাবেক আহবায়ক আবু বক্কর সিকদার ও মহসিন কলেজ ছাত্রদলের সাবেক আহবায়ক ইয়াকুব আলী সিফাতের পরিচালনায় এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন মহানগর বিএনপির যুগ্ম আহবায়ক আলহাজ্ব এম এ আজিজ, হারুন জামান, আর ইউ চৌধুরী শাহীন, ইয়াছিন চৌধুরী লিটন, আহ্বায়ক কমিটির সদস্য খোরশেদ আলম, মামুনুল ইসলাম হুমায়ুন, শহীদ ওয়াসিমের পিতা শফিউল আলম, মহানগর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক সামিয়াত আমিন জিসান।

বক্তব্য রাখেন সাবেক ছাত্রদল নেতা নজরুল ইসলাম, গিয়াস উদ্দিন আবিদ, আনোয়ার হোসেন, দিদারুল আলম, ঈমাম হোসেন আবির, শহীদুল্লাহ ফয়সাল, নুরুল কবির, জুনাইদ রাসেল, বোরহানুল হক, শরীফুল ইসলাম আবির, মো. শোয়াইব, পারভেজ হাসান, তারেক হোসেন, মো. শাউন, মো. আরফাত, ইমরান হোসেন, মো. রাকিব, মিনার, তৌহিদুল ইসলাম, মানিক, মোজাম্মেল হোসেন, মো. শাকিল, মো. জাহেদ প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধজামায়াতের আমীরের সুস্থতা কামনায় দোয়া মাহফিল
পরবর্তী নিবন্ধগুলশানে চাঁদাবাজির ঘটনায় আরেক আসামি গ্রেপ্তার