নগরীতে সড়ক দুর্ঘটনায় জীবন আরা বেগম (৫০) নামে এক নারীর মৃত্যু হয়েছে। গতকাল শনিবার রাত ৮টার দিকে ওয়াসা মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত নারী লালখান বাজারের মতিঝর্ণা এলাকার বাসিন্দা বলে পুলিশ সূত্রে জানা গেছে।
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়িতে দায়িত্বরত নায়েক আমির জানান, রাস্তা পার হওয়ার সময় একটি বাস জীবন আরা বেগমকে ধাক্কা দেয়। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।