ওয়াসার সীমানা প্রাচীর নির্মাণে বাধা নেই

কালুরঘাট আয়রন রিমুভাল প্ল্যান্ট

আজাদী প্রতিবেদন | সোমবার , ১ নভেম্বর, ২০২১ at ১০:২৫ পূর্বাহ্ণ

নগরীর বহদ্দারহাট বাস টার্মিনাল এলাকায় চট্টগ্রাম ওয়াসার কালুরঘাট আয়রন রিমুভাল প্ল্যান্ট-আইআরপি সুরক্ষায় সীমানা প্রাচীর নির্মাণে আর কোনো বাধা নেই। গত ২৭ অক্টোবর এই সংক্রান্ত একটি নিষেধাজ্ঞার আবেদন খারিজ করে দিয়েছেন চট্টগ্রামের ১ম যুগ্ম জেলা ও দায়রা জজ মো. খাইরুল আমিন। গত মার্চে মো. শওকত ইকবাল চৌধুরী নামের চান্দগাঁওয়ের এক বাসিন্দা সীমানা প্রাচীর নির্মাণে নিষেধাজ্ঞা চেয়ে উক্ত আবেদন করেছিলেন।
আদালত সূত্র ও ওয়াসার আইনজীবী জিয়া হাবীব আহসান আজাদীকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, মামলার কারণে উক্ত প্রকল্পে সীমানা প্রাচীর নির্মাণ করা সম্ভব হয়নি। নিষেধাজ্ঞার আবেদন খারিজ করে দেওয়ায় এখন আর বাধা নেই।
আদালত সূত্র জানায়, ১৯৬৯ সালে আদালত কর্তৃক ওয়াসা উক্ত সম্পত্তির মালিক হয়। সীমানা প্রাচীর নির্মাণ করতে গেলে মো. শওকত ইকবাল চৌধুরী নামের এক ব্যক্তি বাধা দেন এবং এডিএম আদালতে ১৪৫ ধারায় একটি মামলা করেন। আদালত তাঁর মামলাটি গ্রহণ করে এসি (ল্যান্ড) চান্দগাঁও সার্কেলকে সরেজমিন তদন্ত করে প্রতিবেদন দাখিল করতে আদেশ দেন।
ওয়াসার উক্ত জায়গায় মো. শওকত ইকবাল চৌধুরীর কোন স্বত্ব ও দখল নেই মর্মে এসি ল্যান্ড তদন্ত প্রতিবেদন দাখিল করেন। একপর্যায়ে আদালত উক্ত মামলা খারিজ করে দেন।
আদালত সূত্র আরো জানায়, মামলাটি খারিজ হওয়ার পর তিনি উচ্চ আদালতে একটি রিভিশন আবেদন করেন। যেটি এখনও পেন্ডিং রয়েছে। এ অবস্থায় তিনি ১ম যুগ্ম জেলা জজ আদালতে উক্ত নিষেধাজ্ঞার আবেদন করেন।

পূর্ববর্তী নিবন্ধস্বাস্থ্যের ছয় কর্মী সিআইডি কার্যালয়ে
পরবর্তী নিবন্ধ১ হাজার ৫৫টি নমুনা পরীক্ষা শনাক্ত ৫