নগরীর ইপিজেড থানাধীন সিমেন্ট ক্রসিং এলাকায় গাড়ির ওয়ার্কশপে অগ্নিকাণ্ডের ঘটনায় রুবেল দে (২৫) নামে এক শ্রমিক দগ্ধ হয়েছেন। গতকাল বৃহস্পতিবার দুপুর দুইটার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনায় একটি হাইচ, একটি প্রাইভেট কার ও একটি ট্রাক পুড়ে গেছে। ওয়ার্কশপে ওয়েল্ডিং করার সময় স্পার্ক থেকে আগুনের সূত্রপাত বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। আগুনে দগ্ধ শ্রমিক রুবেলকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানিয়েছেন ইপিজেড ফায়ার সার্ভিসের কর্মকর্তারা। আহত রুবেল সাতকানিয়া উপজেলার ধর্মপুর গ্রামের বাসিন্দা।
আগ্রাবাদ ফায়ার সার্ভিস কন্ট্রোল রুম সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার দুপুর দুইটা ৫ মিনিটে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে দুইটা ৫০ মিনিটে আগুন নেভানো হয়। এতে প্রায় ৮ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। প্রায় ৩০ লাখ টাকার সম্পদ উদ্ধার করা হয়েছে। আগুনে রুবেল দে নামের একজন আহত হয়েছেন। এসময় তিনটি গাড়িও পুড়ে যায়।
ইপিজেড ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার আবদুল মান্নান বলেন, আমরা খবর পেয়ে ঘটনাস্থলে যাওয়ার আগেই আহত ব্যক্তিকে স্থানীয় লোকজন উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেছে। তবে কোন হাসপাতালে নেওয়া হয়েছে সে সম্পর্কে জানা যায়নি। স্থানীয় প্রত্যক্ষদর্শীদের কাছ থেকে জেনেছি ওয়েল্ডিংয়ের স্পার্কের আগুনে আহত রুবেলের শরীরের উপরের অংশে ঝলসে গেছে।
এদিকে ঘটনাস্থলে যাওয়া ইপিজেড থানার এসআই জসিম উদ্দিনের মুঠোফোনে বেশ কয়েকবার ফোন করা হলেও তিনি রিসিভ করেননি।