ওয়ানডের নেতৃত্ব ছেড়ে দিলেন তামিম

খেলবেন না এশিয়া কাপেও

স্পোর্টস ডেস্ক | শুক্রবার , ৪ আগস্ট, ২০২৩ at ৫:৪৩ পূর্বাহ্ণ

বাংলাদেশের ওয়ানডে দলের অধিনায়কত্ব ছেড়ে দেওয়ার ঘোষণা দিয়েছেন তামিম ইকবাল। বিসিবি সভাপতি নাজমুল হাসানের বাসভবনে গতকাল বৃহস্পতিবার রাতে বৈঠকে বসেন তামিম। সেখানেই নিজের সিদ্ধান্তের কথা বিসিবি প্রধানকে জানান তিনি। সভা শেষে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে তা জানিয়ে দেন আনুষ্ঠানিকভাবে। সেখানে তিনি বলেন, ‘আমরা অনেক আলোচনা করেছি। আমার সমস্যা, কী সমস্যা ছিল, কী হবে সামনে, সবকিছু নিয়ে। আমি একটা ব্যাপারে সিদ্ধান্ত নিয়েছি, যেটা উনাদেরকে বলেছি, কারণও জানিয়েছিআজকে থেকে বাংলাদেশ ওয়ানডে দলের অধিনায়কত্ব থেকে পদত্যাগ করছি।’ চোট কাটিয়ে মাঠে ফেরার পথে পুনবার্সন প্রক্রিয়ার জন্য এই মাসের শেষে এশিয়া কাপেও তামিম খেলতে পারবেন না বলে জানান বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান জালাল ইউনুস। এশিয়া কাপ শেষে দেশের মাঠে নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজ দিয়ে মাঠে ফিরতে পারবেন বলে আশা করছেন এই ওপেনার নিজে এবং বোর্ড। পিঠের নিচের অংশের এই চোট নিয়ে অনিশ্চয়তা নেতৃত্ব ছাড়ার সিদ্ধান্ত নিতে প্রভাবিত করেছে বলে জানান তামিম। সিদ্ধান্তের কথা এই বৈঠক থেকেই ফোনে জানিয়েছেন তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনাকেও। তামিম বলেন, ‘ইনজুরি একটা ইস্যু। আমি ইনজেকশন দিয়ে এসেছি লন্ডন থেকে। ইনজেকশনটাও কিন্তু হিট অ্যান্ড মিসের মতো। সবসময়ই একটা কথা বলে এসেছি, সবকিছুর ওপরে আমি সবসময়ই দলের কথাই ভাবি। আমার মনে হয়, দলের কথা চিন্তা করে আমার সরে যাওয়াটাই হবে সবচেয়ে ভালো। আমরা একসঙ্গে মাননীয় প্রধানমন্ত্রীর সঙ্গেও কথা বলেছি আজকে। আমার ম্যাসেজটা উনাকে দিয়েছি। উনিও বুঝেছেন এবং যা বলার আমাকে সুন্দর করে বুঝিয়ে বলেছেন। তবে মূল ব্যাপার হলো এটি যে, আমার কাছে মনে হয়েছে, দলের ভালোর জন্য আমার অধিনায়কত্ব থেকে সরে যাওয়া উচিত এবং মনোযোগ দেওয়া উচিত শুধু খেলোয়াড় হিসেবে ও যখনই সুযোগ আসবে, চেষ্টা করা উচিত নিজের সেরাটা দেওয়ার।’

তামিমের এই সিদ্ধান্ত তাদের কাছে বড় চমক হয়ে এসেছে বলেই দাবি করলেন বিসিবি সভাপতি নাজমুল হাসান। আলোচনা করে নতুন অধিনায়কের নাম ঘোষণা করা হবে জানান তিনি। ‘যদি তামিম শুধু বলত যে এশিয়া কাপ খেলছে না, তাহলে তো আমাদের প্রস্তুতি ছিলই, সহঅধিনায়ক লিটন দাস হতেন অধিনায়ক। এখন এই মুহূর্তে আমি বলতে পারছি না নতুন অধিনায়ক কে হবে। দুএকজনের সঙ্গে কথা না বলে বলা যাচ্ছে না।’

পূর্ববর্তী নিবন্ধবিএনপি বিদেশিদের কাছে যায়, আমরা যাই না : তথ্যমন্ত্রী
পরবর্তী নিবন্ধডেঙ্গুতে চট্টগ্রামে নারীর মৃত্যু