ওয়াটার বাস আবার চালু

আজাদী প্রতিবেদন | রবিবার , ৩ জানুয়ারি, ২০২১ at ১১:৫০ পূর্বাহ্ণ

করোনাকালে বন্ধ হয়ে যাওয়া ওয়াটার বাস আবার চালু হয়েছে। নগরীর সদরঘাট থেকে বিমানবন্দর পর্যন্ত যাত্রী পরিবহন শুরু করেছে। গত ১ জানুয়ারি বিমানবন্দরগামী যাত্রীর পাশাপাশি পতেঙ্গা এলাকার সাধারণ যাত্রীদেরও পরিবহন করা হচ্ছে। বিশেষ করে আনোয়ারাসহ দক্ষিণ চট্টগ্রামের অনেক যাত্রী সদরঘাট থেকে পতেঙ্গা গিয়ে পনের নম্বর ঘাট দিয়ে ওপারে পার হচ্ছেন। এলিভেটেড এক্সপ্রেসওয়ের কাজ শুরুর কারণে বিমানবন্দর সড়কে যানজট বৃদ্ধি পাওয়ায় ওয়াটার বাস রুট নতুন মাত্রা পেয়েছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন। প্রতিদিন সকাল ১০টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত ওয়াটার বাস যাত্রী পরিবহন করছে।

পূর্ববর্তী নিবন্ধশ্রমজীবী মানুষের কল্যাণে কাজ করার সুযোগ চাই
পরবর্তী নিবন্ধছাত্রদলের আলোচনা সভা ও র‌্যালি