‘ওসি হারুনের’ ফেরার তারিখ ঘোষণা

| বৃহস্পতিবার , ৬ এপ্রিল, ২০২৩ at ৫:৪৫ পূর্বাহ্ণ

দুই বাংলার আলোচিত ওয়েব সিরিজগুলোর নাম বলতে গেলে চলে আসে ‘মহানগর’এর কথা। ভারতীয় ওটিটি প্ল্যাটফর্ম হইচইয়ে এটি মুক্তি পেয়েছিল ২০২১ সালের ২৫ জুন। রাজধানী ঢাকার পটভূমিতে তৈরি সিরিজটির প্রথম মৌসুমের মোট ৮টি পর্ব প্রচার হয়। সিরিজটি দেখে পরিচালক আশফাক নিপুন, অভিনয়শিল্পী মোশাররফ করিম, জাকিয়া বারী মম, মোস্তাফিজুর নূর ইমরান, শ্যামল মাওলার প্রশংসা করছেন সবাই। শুধু দেশেই নয়, কলকাতার দর্শকরাও সিরিজটি দেখছেন আগ্রহ নিয়ে। খবর বাংলানিউজের।

এরপর থেকেই দর্শদের একটাই প্রশ্ন ছিল, কবে আসবে ‘মহানগর টু’? এমনও হয়েছে নির্মাতা আশফাক নিপুন তার ওয়ালে একটি ফুলের ছবি প্রকাশ করলেও ভক্তরা সেখানে কমেন্ট করছেন, কবে আসবে ‘মহানগর টু’? সম্প্রতি এক আয়োজনে এই নির্মাতা বিষয়টি নিয়ে মন্তব্য করেন। তার ভাষ্য ছিল এমন, ‘একটা কাজ জনপ্রিয়তা পেলে চাপ অনেক বেশি বেড়ে যায়। মহানগর মুক্তির পর থেকে এর সিক্যুয়েল বানানোর সময় চাপ অনেকটা বেড়ে গিয়েছিল। আপনি দেখবেন যখন বাংলাদেশ টিম চাপমুক্ত হয়ে খেলে তখন ভালো খেলে। আমি চেয়েছি চাপমুক্ত থেকে কাজটা শেষ করার।’

তিনি বলেছিলেন, ‘যে কোনো ইস্যুতে কথা বলতে গেলেই মানুষজন জিজ্ঞেস করে মহানগর টু কবে আসবে। মহানগর এতটাই জনপ্রিয়তা পেয়েছিল, যার ফলে দুই বছর ধরে এর সিক্যুয়েলের জন্য মানুষ অপেক্ষা করছে। ফেইসবুকে কোন ইস্যুতে লিখলেও সেখানে কমেন্ট করে মহানগর টু কবে আসবে।’

সে সময় এই নির্মাতা জানান, কাজটি তিনি ইতোমধ্যে সম্পন্ন করেছেন। আগামী ঈদেই আসছে ‘মহানগর টু’। তবে সে সময়ে এই নির্মাতা ‘মহানগর টু’ মুক্তির নির্ধারিত কোন তারিখ জানননি। এবার প্রকাশ্যে এসেছে মুক্তির দিনক্ষণ। গতকাল হইচইয়ের অফিশিয়াল পেজে একটি পোস্টার শেয়ার করে ‘মহানগর টু’ মুক্তির তারিখ ২০ এপ্রিল জানানো হয়েছে। আর পোস্টারে সিরিজের অন্যতম চরিত্র ওসি হারুনরূপে মোশাররফ করিম বেশ ফুরফুরে মেজাজে দেখা গেছে।

পূর্ববর্তী নিবন্ধছেলের নাম জানালেন মাহি
পরবর্তী নিবন্ধএকসঙ্গে নাচলেন সালমান-রামচরণ-ভেঙ্কটেশ