চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) পতেঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবিরুল ইসলামকে খুলশী থানায় বদলি করা হয়েছে। পতেঙ্গা থানায় তাঁর স্থলাভিষিক্ত হয়েছেন কাউন্টার টেরোরিজম ইউনিটের পরিদর্শক (প্রশাসন) মো. মাহফুজুর রহমান।
গতকাল শনিবার রাত ১০টার দিকে সিএমপির অতিরিক্ত উপকমিশনার (জনসংযোগ) কাজী মো. তারেক আজিজ আজাদীকে এসব তথ্য নিশ্চিত করেছেন। এর আগে ৩০ জুলাই খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নেয়ামত উল্যাহকে নোয়াখালী পুলিশ ট্রেনিং সেন্টারে বদলি করা হয়।