ওসমানী বিমানবন্দর থেকে ফিরিয়ে দেওয়া হল চিত্রনায়িকা নিপুণকে

| শনিবার , ১১ জানুয়ারি, ২০২৫ at ৫:১৭ পূর্বাহ্ণ

সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে লন্ডন যাবার সময় অভিনেত্রী নিপুণ আক্তারকে ফিরিয়ে দিয়েছে ইমিগ্রেশন পুলিশ। গতকাল শুক্রবার সকাল সাড়ে ৯টার দিকে তাকে বিমানবন্দর থেকে ফেরত পাঠানো হয় বলে জানিয়েছেন সিলেট বিমানবন্দর থানার ওসি সৈয়দ আনিসুর রহমান।

সকালে বাংলাদেশ বিমানের বিজি২০১ ফ্লাইটে যুক্তরাজ্যের লন্ডন যাওয়ার কথা ছিল নিপুণের। সিলেট ওসমানী বিমানবন্দরে দায়িত্বরত এক গোয়েন্দা কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন, বিভিন্ন গোয়েন্দা সংস্থার আপত্তির প্রেক্ষিতে সিলেট থেকে লন্ডন যাওয়ার সময় চিত্রনায়িকা নাসরিন আক্তার নিপুণের পাসপোর্ট অফলোড করে দেয় ইমিগ্রেশন পুলিশ। “পরে তাকে ফেরত পাঠানো হয়। তাকে আটক কিংবা গ্রেপ্তার করা হয়নি।” বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সাবেক সাধারণ সম্পাদক নিপুণ আক্তার নাম লেখাতে চেয়েছিলেন রাজনীতিতেও। খবর বিডিনিউজের। সেজন্য দ্বাদশ জাতীয় সংসদের সংরক্ষিত আসনে প্রার্থী হতে তিনি আওয়ামী লীগের মনোনয়ন ফরম নিয়েছিলেন। তিনি দলটির চট্টগ্রাম অঞ্চল থেকে সংরক্ষিত নারী আসনের সদস্য হতে চেয়েছিলেন। ৫ অগাস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর থেকে তাকে আর জনসম্মুখে দেখা যায়নি।

পূর্ববর্তী নিবন্ধসত্য ঘটনার ছায়া অবলম্বনে ‘নিরুদ্দেশ’
পরবর্তী নিবন্ধচীনে শিক্ষার্থীর মৃত্যু ঘিরে বিক্ষোভ